নীলাকাশ – শাহানা সিরাজী
মাধবীর সাথে হাসতে হাসতে
আকাশ নেমেছে জলে
ঘাটে রেখে পা ডোবাতে গিয়ে
চমকে ফিরি, অস্তগামী ঢলে!
তেজহীন রশ্মি মায়ায় জড়ায়
জলে জলে একাকার স্নিগ্ধ ধারায়
সাদামেঘ লুকোচুরি খেলে
নীলজল যমুনায়।।
আছি বেহুঁস শীতলক্ষ্যায়
আকাশ কেবল পিছু ফিরে যায়
বিস্মিত শালিক ডানা ঝাপটায়
শরৎ এসেছে কোন মোহনায়!
ভালোবাসায় নির্মিত তৈজস
ভান্ডারীর কাছে ওঠে পাল্লায়
কেজির দরে দাম হাঁকে বেকুব ভাণ্ডারী
দেখি নীলাকাশ ভীষণ ভারী!
যুগপৎ সন্ধ্যা হুমড়ি খেয়ে
হিজল গাছ করে রোপন
আজ বা কাল উঠবে বেয়ে
মহাকালের চোখে স্বপন…
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর ( সাধারণ)
পিটি আই মুন্সীগঞ্জ
কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।