তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর লেখা “রূপ মঞ্জরি”।

Uno.1.jpg

রূপ মঞ্জরি
মোঃ আঃ কুদদূস

সতত, হে মাতৃভূমি, তব অপরূপ রূপ মঞ্জরি
হেরি তোমার মায়াবী রূপ বাজছে আমার বাঁশরি
তোমার রুপের প্রবালে এ হৃদয় হয় বিগলিত
সে রূপের হাতছানি পেয়ে আমি বেশ আহলাদিত।
আমি আর খুঁজি নাকো, খুঁজবো নাকো রূপের বাহার
সে রূপে প্রণয়ের জানালা খুলে ভরে এই অন্তর
দখিনা হিল্লোলের পরশে শান্ত পাখিতে ফিরে প্রাণ
খুব মেঘ করে আসা আঁধারের মুখে থাকে না ঘ্রাণ।

তাই তো ক্লান্ত হয়ে তব শ্যামল মুখে প্রশান্তি খুঁজি
অরপ্রাপ্তির বেদনা ভুলে গিয়ে, তোমাকেই শুধু পূজি
বায়ান্ন থেকে একাত্তরে দেখি তব অদম্য সাহস
তব সন্তানদের নিয়ে সংগ্রাম, ভুলে সব আপোষ।
শুধু অস্তিত্বের খাতিরে সয়েছো শত অপমান
সে অবজ্ঞার বদলা মোদের লাল সবুজ নিশান
তৃষ্ণার্ত তুমি চেয়েছিলে স্বাধীনতার ঐ লাল সূর্য
তোমার বীর সেনানীরা তাই তো বাজিয়েছিল তূর্য।

স্বাধীনতার স্বপ্নে বিভোর যুবরা বুনেছিল বীজ
বীজ হতে ফুটে উঠেছে তরু- যাহা আমাদের নিজ
একাত্তরের আগুন ঝড়া দিনের সেই স্বপ্ন কুঁড়ি,
সবুজ শ্যামল আজ শীতল করতে নাই কো জুড়ি।
সুখের নক্সাগুলো বিকশিত হোক আজ দলমেলে
সম্ভাবনার জীয়ন-কাঠি বার বার উঠুক জ্বলে।
সারা বিশ্বকে জানাও তুমি এই জাতির রক্তে কেনা
নব দিগন্তে চলা, তব যুগ যুগান্তরের বাসনা।

১ আগস্ট ২০১৮
অক্ষরবৃত্ত ছন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top