তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর কবিতা ” অন্বেষন”

PicsArt_05-06-12.36.56.jpg

অন্বেষণ
মোঃ আঃ কুদদূস

পৃথিবীর কক্ষপথে সহস্রাব্দ ধরে
আমি সন্ধানে তার-
মঙ্গলের পথ হতে বৃহস্পতির পরিক্রমায়
অযুত নিযুত গ্রহানুপুঞ্জে
লুকানো অণু পরমাণুর পরতে পরতে
কিংবা আটলান্টিকের ঝঞ্জাবিক্ষুব্ধ
তরঙ্গমালার অগ্নি স্ফুলিঙ্গের শীর্ষে-
বঙ্গোপসাগর হতে দূর এন্টার্কটিকায়
প্রশান্ত সমুদ্রের শীতল গভীরতায়
মলদ্বীপ হতে মরিশাসে
উত্তমশা ঘুরে আরব সাগর
ভূমধ্যসাগরের নীল জলরাশিতে
কিংবা সুদূর পাপুয়ার নতুন গায়না
ডুবন্ত মহাদেশের মহীঢালে
আমি সন্ধানে থাকি-
শ্রীলঙ্কা হতে আন্দামান
গ্রীনল্যান্ড হয়ে ফকল্যান্ড
চিলি পার হয়ে সানফান্সিসকো
অকল্যান্ড পেরিয়ে আলাস্কা
আর্কটিক হতে পামীর
জলন্ত অগ্নিগিরির লাভামুখের অগ্রভাগে
এই ধরার জানা হতে অজানায়
ভূভাগ অথবা জলের সীমানায়
মহাকাশের মহাশুন্যতায়
কালের মহা বিবর্তনে
যুগে যুগে
আমি তার অন্বেষণে-
মম এক জনমের না কামনা
সহস্র জনমের পরম প্রার্থনা
ভুলে চাওয়া
কিম্বা কল্পনায় আসে না তবু চাওয়া
অথবা, কল্পনার সীমানা পেরিয়ে
দূর বহুদূরের অস্পৃশ্যা অনিন্দিতা
অনিন্দ্যা ঐন্দ্রজালিকা।
হয়ত বাস্তব নয়ত কল্পনার বৃথা প্রয়াসের
উপাখ্যান মাত্র।
তারপরও সন্ধান চলে
গতি তার প্রবাহমান
একদিন এই পৃথিবীর অচিন পথপরিক্রমায়
ঘুরতে ঘুরতে সাক্ষাৎ তার ঘটবেই -এই প্রত্যয়।
ঘুম ভেঙে দেখব সেই কল্পলোকের অনন্ত হাসি
আত্মার সনে আত্মার মহামিলনের অপূর্ব বাঁশি-
তখনই বেজে উঠবে রাশি রাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top