যদি পড়
মোঃ আঃ কুদদূস
আব্বু বলেন, এবার উঠো,
ঘুমিও না আর
আম্মু বলেন, সকাল হলো,
পড়তে বসো এবার।
আমি বলি, পড়ব বই
একটুখানি পর
ঘুমটি আজ করে ফেলছে
বড় ক্লান্ত-কাতর।
দাদী বলেন, সুবোধ নাতি,
লক্ষ্মী সোনা মোর
দাদু বলেন, যদি পড়ো,
দিব অনেক আদর।
আমি বলি, লোভী বাবু
হব না বার বার
গত কালের চকলেট কখন
হাতে পাব আমার?
আপু বলেন, দুটো চকলেট
বাকী ছিল কাল
পড়তে বসলে নগদ পাবে;
নইলে পিঠে তাল।