সুরা শামস এর ছায়ায় হামদ – শাহানা সিরাজী

Picsart_23-04-20_23-54-40-534.jpg

সুরা শামস এর ছায়ায় হামদ – শাহানা সিরাজী

হে রাজাধিরাজ বিশ্বপতি
বিচারদিনের মালিক
জানতে চাই তোমার কাছে
দেখতে কেমন তুমি…..

কেন তুমি করেছো শপথ
মালিক যখন তুমি
সূর্য -চন্দ্র -রাত- দিন
তোমার সৃষ্টিরাধিন

মানুষ সেতো তোমার সৃষ্টি
তোমার অন্তরাত্মা
তাদের মাঝে দিলে কেন
পঞ্চঈন্দ্রিয়ের রাস্তা

ভালো মন্দ তুমিই জানো
কেন দোষো মানুষকে
তুমি কেন দিলে তাদের
ভুল পথে চলতে

তারা ছিলো মহান স্বর্গে ছিলো শান্তিতে
কেন তাদের পাঠালে এই দুনিয়ার ভ্রান্তিতে

সালেহ নবী দিলো আদেশ
উটকে আমার দাও জল
সামুদ জাতি জল দিলো না
জবাই দিয়ে নাড়লো কল

ক্ষেপে তুমি ধবংস করলে পুরো সামুদ জাতিকে
মুহাম্মদের উপর করলো জুলুম যারা
তারাও পাবে এমন সাজা তাদের জন্য কারা
সে কারাগার ভাঙতে পারো ভালোর পাল্লা বাড়িয়ে
এমন আদেশ দিলে তুমি গোটা মানব জাতিকে….

ভালো-মন্দ বোঝার শক্তি
দিলে তুমি মানবে
চাইলে তুমি দিতে পারো
নাজাত সবার একসাথে

হে মহাকাল হে ধরিত্রী হে একেশ্বর
নাজাত তুমি দিতে পারো তুমি মহাশক্তি ধর…

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ,পিটিআই মুন্সীগঞ্জ
কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top