যদি ভালোবাসা পাই
মোঃ আঃ কুূদদূস
যদি ভালোবাসা পাই, আমার শূন্য হৃদয়ে
দিব তাকে ঠাঁই
অজস্র ফুলের মালা দিয়ে সেই মমতাকে
নিরবে সাজাই
চাঁদের জোৎস্না হইতে এক মুঠো ধার করে
দিব তার হাতে
সেই আলোর পাশেই হেরিব তাহার হাসি
গভীর ঐ রাতে।
যদি ভালোবাসা পাই, তার হাতে দিব আমি
একটি গোলাপ
চোখে চোখ রেখে আমি হারিয়ে যাব বলে বলে
মনের সংলাপ
সে সংলাপে মিষ্টি সুরে কানে মুখে ইশারায়
প্রকাশিব প্রেম
প্রেমের বন্দনায় আমি তার পানে চেয়ে চেয়ে
আপ্লুত হতেম।
যদি ভালোবাসা পাই, প্রতিটি রাতে ঘুমাব
ভরিয়া দু’চোখ
তাহার উষ্ণ ছোঁয়ায় গল্প বানাতাম কত
ভেবে কল্পলোক
তখন বাইরে বৃষ্টির ঐ রিমঝিম শব্দ
আনে সুর ছন্দ
পিছনে ফেলিয়া সব দুঃখ-বেদনার স্মৃতি
লইবো আনন্দ।
যদি ভালোবাসা পাই, সকালে বকুল ফুল
কুঁড়িয়ে কুঁড়িয়ে
টিকলি বানিয়ে তাহা পরাতাম তার সিঁথিতে
বধূ যত্ন দিয়ে
চোখ বুজে বুজে অনুভব করত আমার
প্রেম ও মমতা
ফিসফিসিয়ে তাহার কানে বলতাম কত
শত দুঃখ কথা।
যদি ভালোবাসা পাই, রাজকন্যার মতই
রাখিব যতনে
প্রেমের মাল্য পরাব তাহাকে বসিয়ে মোর
দেবীর আসনে
কত যে গল্প লিখব দেখে দেখে তার রূপ,
সুন্দর বদন
বাঁশিতে সুর তুলিয়া কাঁপিয়ে তুলব আমি
নিশীথের বন।
৭ আগস্ট ২০১৮
অক্ষরবৃত্ত ছন্দ
‘