সাদা
মোঃ আঃ কুদদূস
সাদা সাদা মেঘের ভেলা
চারদিকে করে খেলা
সাদা সাদা অনেক কাশফুল
ভরে আছে নদীর দু’কূল।
নীল সাদা ঐ দূরের আকাশ
ঝির ঝির বহে শীতল বাতাস
রাতের আকাশ জুড়ে চাঁদ
শুভ্র আলো করে উন্মাদ।
সাদা সাদা বকের সারি
দূর নীলিমায় জমায় পাড়ি
দূর্বা ঘাসের ডগায় চিকচিক
সাদা শিশির মারে ঝিলিক।
সাদা সাদা ইলিশের ঝাঁক
ভরে আছে মেঘনার বাঁক
জেলের মুখে শুভ্র হাসি
অবসরে বাজায় বাঁশি।
নীল সাদার ঐ কচুরি ফুল
বাহারি রং করে ব্যাকুল
খাল বিল ডোবা পুকুরের তল
ভরা মাছে- কৈ শোল চিতল।
সাদা সাদা শাড়ির আচল
যেন দীঘির স্বচ্ছ জল
মায়ের মুখের সাদা হাসি
সুখে মন নাচে খুব বেশি।
সাদা সাদা কৈতরের দল
বাকবাকুমে জাগায় সকাল
কুক্কুরুতু ডাকে মোরগ
এটা যেন তার অভিযোগ।
সাদা সাদায় ভরে গেছে
শরতের এই বাংলাদেশ
সাদা মনে সুন্দর করে
গড়ব মনোরম পরিবেশ।
২৪ সেপ্টেম্বর ২০১৮
স্বরবৃত্ত ছন্দ