আমার বাকিটুকু!সারোয়ার ক্যাথলিক জিসাস
কোথায় জানি হারিয়ে এসেছি
আমার কিছুটা কাল ?
ভালবাসার স্বাক্ষর,
বুকে বুক চেপে-
দারুন এক সুখ।
রাতভর চিঠি লিখে
দেখতে পাওয়া প্রেমিকার মুখ,
নবজাতকের হাসি,
টিনের চালে কবুতরের কণ্ঠ,
মায়ের বেড়ে দেওয়া ভাত।
কোথায় জানি হারিয়ে এসেছি
আমার যৌবন কাল ?
এখন আমার দুটি চোখ,
ভাগ হয়ে গেছে।
বুকের পাঁজরে ক্যান্সার হয়েছে।
তসলিমা নাসরিনের ঘর ভেংগেছে,
মনে পড়েনা প্রেমিকার মুখ,
একুশের ভোরে-
রাস্তায় আঁকা হয়না আল্পনা।
এখন শুধু অপেক্ষা করে-
অন্য এক নারী।
কোথায় জানি হারিয়ে ফেললাম
আমার বাকিটুকু?
======================
সারোয়ার ক্যাথলিক জিসাস।
একটি মাদার তেরেসা প্রোডাকশন্স
ঢাকা-স্টে এট হোম।