মোঃ মোতাসিম বিল্লাহ্ পারভেজ
এড্ভোকেট
দেওয়ানী ও ফৌজদারী এবং কোম্পানি ও আয়কর আইন।
আইনি সহায়তা ও পরামর্শের জন্য আপনারা প্রশ্ন করতে পারেন। তিনি গুরুত্বের সাথে উত্তর দিবেন।
আজকের প্রশ্ন
১. কত টাকা আয় করলে আয় কর প্রদান করতে হয়?
মোঃ মোতাসিম বিল্লাহ্ পারভেজঃ বাৎসরিক আয় যদি কারো ২৫০০০০ টাকা (মহিলা এবং ৬৫ বছরের পরের পুরুষদের জন্য ৩০০০০০ টাকা) হয়, তাহলেই আয়কর প্রদান করতে হবে। বাৎসরিক সকল ব্যায় বাদ দেওয়ার পর যে টাকা থাকে তা যদি আয়কর যোগ্য হয়, তাহলেই আয়কর প্রদান করতে হয়। সর্বনিম্ম আয় কর ৫০০০ হাজার টাকা।
প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
২.যদি কেউ যথা সময়ে বা ঠিক সময়ে আয় কর অথবা ৩০ নভেম্বরের মধ্যে আয়কর প্রদান না করতে পারে তাহলে কি করনীয়?
মোঃ মোতাসিম বিল্লাহ্ পারভেজঃ ৩০ নভেম্বর আয় কর দাখিলের শেষ দিন। কেউ যদি এর মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করে তবে তাকে জরিমানা স্বরুপ তার নির্ধারিত করের উপর ২শতাংশ হারে সুদ দিতে হবে। এই সুদ নির্ধারন করা হবে কর দাতা সারা বছর যে পরিমান টাকা উৎস কর ও অগ্রিম কর বাবদ প্রদান করেছেন তা বাদ দিয়ে আয় করের উপর। এজন্য প্রথমে তাকে নির্ধারিত তারিখ শেষে, তার নিজ কর অঞ্চলে সময় প্রদানের জন্য দরখাস্ত দাখিল করতে হবে।
প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
পুনচঃ আয়কর সংক্রান্ত বিষয়ে সংক্ষেপে আলোচনা করা কঠিন।