ভোলা বোরহানউদ্দিনে কোষ্টগার্ডের উদ্ধারকৃত কারেন্টজাল পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।
জেলা প্রতিনিধিঃ জেলে অপহরন, অবৈধ মংস্য আহরন, কারেন্ট জাল উদ্ধার ও নদীতে ডাকাতী সহ নানা অপরাধ মুলক কাজের জন্য উপকুলের নিরাপত্তা রক্ষায় ভোলার কোস্টগার্ড বিশেষ ভুমিকা রাখছে।
সেই ধারাবাহিকতায় শনিবার ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার আলীমুদ্দিন, হাকিমুদ্দিন,দিদার মাঝি ঘাট এলাকার মেঘনা নদী থেকে ৫০ হাজার মিটার জাল উদ্ধার করে তজুমুদ্দিন কোষ্টগার্ড।
পরে উদ্ধারকৃত কারেন্ট জাল তজুমুদ্দিন উপজেলা মংস্য অফিসারের উপস্থীতিতে আগুনে পুড়িয়ে নষ্ঠ করা হয়।
জানতে চাইলে ভোলা জেলার নৌ-কমান্ডার বলেন, এটা আমাদের নিয়মিত টহলের অংশ। এই অভিযান চলবে।