ভোলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হলেন এ্যাডভোকেট ফরিদুর রহমান মিয়া ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত। এ্যাডভোকেট ফরিদুর রহমান মিয়া ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের কৃতি সন্তান ও সাবেক চেয়ারম্যান।
জেলা প্রতিনিধিঃ ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন, এ্যাডভোকেট মোঃ ফরিদুর রহমান মিয়া।
তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের কৃতি সন্তান।
সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মোঃ ফরিদুর রহমান মিয়া সাবেক ও জনপ্রিয় সফল চেয়ারম্যান ছিলেন গঙ্গাপুর ইউনিয়নে।
সিনিয়র এই আইনজীবী তৃতীয় বারের মতো ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হলেন।
ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি অ্যাডভোকেট ফরিদুর রহমান, সাধারন সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত ও সহসভাপতি মো. ইউসুফ ও মো. ফিরোজ কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তোয়াহা ও এসএম মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. মাহাবুবুর রহমান, ধর্ম ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. আদিল মাহমুদ, পাঠাগার সম্পাদক মিজানুর রহমান খান ও শাহ মো. আহসান উল্যাহ সুমন এবং সদস্য নির্বাচিত হয়েছেন মো. মাহবুব আলম মাহাবুব, মো. ফরিদুল ইসলাম, রাজিব হাওলাদার ও মো. আলমগীর নবীন।