জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে: দুদক চেয়ারম্যান মোমেন

Picsart_24-12-22_20-40-40-884.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আজ রবিবার (২২ ডিসেম্বর ২০২৪) বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় কমিশনের অপর দুই সদস্য সাবেক জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ এবং দুদক সচিব খোরশেদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

সাগর চৌধুরীঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে দুদক। দুর্নীতির ব্যাপকতা উল্লেখ করে তিনি বলেন, ‘পৃথিবীর ইতিহাসে এই প্রথম, কোনও গণঅভ্যুত্থানের পর গণরোষের মুখে প্রধানমন্ত্রী থেকে শুরু করে (বায়তুল মোকাররম) মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছেন। ছাত্রজনতা সেটা করে দেখিয়েছে।’

সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে এ নিয়ে আরও তথ্য পেলে সাংবাদিকদের জানানো হবে।’

গত ১১ ডিসেম্বর দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর রবিবার (২২ ডিসেম্বর) বিকালে প্রথম গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা। মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদকের গতি বেড়েছে এটা আপনারাই লিখেছেন। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। সেই দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে।’ তিনি বলেন, ‘আমরা কোনও লুকোচুরি করবো না। সময় মতো সব কিছুই সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদের ধরা হয় না বলে অভিযোগ রয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার জনপ্রত্যাশা পূরণে কাজ করছে। সেই প্রত্যাশা পূরণে দুদক কাজ করে যাবে। সাংবাদিকদের প্রশ্নের মোকাবিলা করার সৎ-সাহস আমাদের আছে।’

তিনি বলেন, ‘পুলিশ মামলা করার পর সত্য উদঘাটন করে। আর দুদক সত্য উদঘাটনের পর মামলা করে। সে কারণে দুদকের মামলাগুলো যাতে জনপ্রত্যাশার পক্ষে যায়, সেটাই সবাই আশা করি।’

কমিশনের অপর দুই সদস্য সাবেক জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, দুদক সচিব খোরশেদা ইয়াসমিনসহ দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ পড়ুন।

দুদকের নতুন চেয়ারম্যান মোমেন, আকবার আজিজী ও ফরিদ হলেন কমিশনার

আরও সংবাদ পড়ুন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মালেক,প্রতিমন্ত্রী পলক,বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আজম এর বিরুদ্ধে দুদকের ৬ মামলা

আরও সংবাদ পড়ুন।

দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আরও সংবাদ পড়ুন।

দুদকের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আরও সংবাদ পড়ুন।

দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেছেন

আরও সংবাদ পড়ুন।

একদিনে ৯৪ জনের পদোন্নতি দুদকে

আরও সংবাদ পড়ুন।

ডুসার নতুন সভাপতি নাজমুচ্ছায়াদাত ও সম্পাদক জাহিদ কালাম

আরও সংবাদ পড়ুন।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স জনসচেতনতাই রুখবে দুর্নীতি – দুদক সচিব

আরও সংবাদ পড়ুন।

মোকাম্মেল হক দুদকের নতুন মহাপরিচালক

আরও সংবাদ পড়ুন।

খোরশেদা ইয়াসমীন দুদকের নতুন সচিব

আরও সংবাদ পড়ুন।

দুর্নীতি যেই করুক, ছাড় দেওয়ার কোনও সুযোগ নেই : দুদক মহাপরিচালক

আরও সংবাদ পড়ুন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মালেক,প্রতিমন্ত্রী পলক,বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আজম এর বিরুদ্ধে দুদকের ৬ মামলা

আরও সংবাদ পড়ুন।

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের বিরুদ্ধে দুদকের মামলা

আরও সংবাদ পড়ুন।

দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top