এনএসআই’র সাবেক পরিচালক মনিরুল ৩ দিনের রিমান্ডে

Picsart_24-10-11_19-23-41-844.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

এনএসআই’র সাবেক পরিচালক মনিরুল ৩ দিনের রিমান্ডে

অপরাধ প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ১৭ বছর বয়সী কিশোর বাহাদুর হোসেন মনিরের মৃত্যুর মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বর্ডার উইংয়ের সাবেক পরিচালক কমোডর মনিরুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৪) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়, অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বুধবার (৯ অক্টোবর) রাজধানীর কোতয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই গুলশান থানার প্রগতি সরণির শাহজাদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আন্দোলন চলাকালে মো. বাহাদুর হোসেন মনির রাস্তা পার হওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন।

ওইদিন অভিযুক্তের মোবাইল থেকে অপরিচিত একটি নম্বরে ফোন আসলে জানানো হয় যে, বাহাদুর গুলিবিদ্ধ অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ৩০ সেপ্টেম্বর নিহতের বাবা আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন।

আরও সংবাদ পড়ুন।

পুলিশের ডিআইজি ব্যারিস্টার মোশাররফ এনএসআইর নতুন পরিচালক

আরও সংবাদ পড়ুন।

এনএসআই’র সাবেক মহাপরিচালক জোবায়ের ও তার স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

আরও সংবাদ পড়ুন।

এনএসআইয়ের সাবেক ডিজি টি এম জোবায়েরের ৪ দেশে অর্থপাচার ও সম্পদের পাহাড়

আরও সংবাদ পড়ুন।

এনএসআই কর্মকর্তা আকরাম হোসেন ও তার স্ত্রী বিপুল অবৈধ সম্পদ

আরও সংবাদ পড়ুন।

হোসাইন আল মোরশেদ এনএসআইয়ের নতুন ডিজি

আরও সংবাদ পড়ুন।

মানবতাবিরোধী অপরাধ; এবারে সাবেক এনএসআই প্রধান ওয়াহিদুল হকের বিচার শুরু

আরও সংবাদ পড়ুন।

ভোলা জেলায় এনএসআই এর উপ-পরিচালক তৌহিদুর রহমানের যোগদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top