বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ে চলছে অনিয়ম ও দূর্নীতি।
সাগর চৌধুরীঃ বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ে চলছে অনিয়ম ও দূর্নীতি।
স্কুলের এসএসসি শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে বোর্ড ফি’র চেয়ে অতিরিক্ত টাকা।
ছাত্ররা বলেন, আমাদের কাছ থেকে ৪ হাজার থেকে শুরু করে ৫ হাজার টাকা পযর্ন্ত টাকা নিয়েছে।
এক ছাত্রীর মা বলেন, বোর্ড ফি’র চেয়ে দ্বিগুন ও তিনগুন বেশী টাকা নেওয়া হয়। বেশী টাকা দিতে খুব কষ্ট হচ্ছে, আমরা গরিব মানুষ।
এবারের পরিক্ষার্থী এক ছাত্রী বলেন, আমরা সাংবাদিকদের বিষয়টি জানানোয় স্কুলের শিক্ষকরা আমাদের সাথে খারাপ ভাষায় কথা বলে, তারা আরও বলে সাংবাদিকরা কি করে দেখব সেটা।
এবছর বাটামারা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫১ জন ছাত্র-ছাত্রী পরিক্ষায় অংশগ্রহন করবে। তার মধ্যে ৩০ জন ছাত্র-ছাত্রী বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অতিরিক্ত ফি’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যপারে আবেদন করে।
অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে প্রধান শিক্ষকের সাথে আজ সকালে যোগাযোগ করা হলে তিনি হুমকি দিয়ে বলেন, স্কুলের সভাপতি জসিম উদ্দিন হায়দারের বাসায় আমি। তারপর মুঠোফোনের সংযোগটি কেটে দেন।
বড় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান ও বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিন হায়দার বলেন, আমি বোর্ড ফি’র অতিরিক্ত টাকা নেওয়ার বিপক্ষে। তাছাড়া এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।
স্কুলের নানা রকম দূনীর্তি ও অনিয়মের খবর থাকছে পরবর্তী নিউজে।