প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান- মোহাম্মদ মনির হোসেন হাওলাদার
গণমাধ্যমে প্রকাশিত সংবাদঃ
সিরাজগঞ্জ জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মনির হোসেন হাওলাদারকে। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকের সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
প্রকাশিত সংবাদের প্রতিবাদঃ
১১/০৯/২০২৪ খ্রি. তারিখে জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ পত্রটিতে প্রথম পৃষ্ঠায় প্রকাশিত “ডিসি পদ নিয়ে মন্ত্রণালয়ে নজির বিহীন হট্টগোল” শিরোনামে সংবাদটির ২য় পৃষ্ঠার ৩নং কলামে “যে সব ডিসি নিয়ে বেশি আপত্তি” শিরোনামের প্রথম প্যারায় আংশিক সংবাদ প্রকাশ করা
হয়েছে। উক্ত সংবাদের সাথে যে অংশটুকু যোগ হবে সেটি হলো- ২০১৫ সালে উক্ত অভিযোগের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক সরকারের উচ্চক্ষমতা সম্পন্ন
কমিটির তদন্ত হয়।
তদন্ত প্রতিবেদনে শিক্ষক কে অভিযুক্ত করে (প্রতিবেদনের ৯.২ ও ০৯.৩ ক্রমিকে প্রতিবেদন দাখিল করা হয়। পরবর্তীতে ২০১৫ সালে হাইকোর্টে রীট করা হয় নং ৫৪৫২/১৫ সেখানে রায় শিক্ষকের বিপক্ষে হয়। পরবর্তীতে আপীল হয়। যার নং 1347/2017 এবং রিভিউ হয়। সর্বশেষ রিভিউতে সরকারের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আপীলেট ডিভিশন 07/04/2022 তারিখের রায়ে পরামর্শ দেয়। (রায়ের পৃষ্ঠা ১২-১৩)।
মতামতঃ
আপীলেট ডিভিশনের পরামর্শ অনুযায়ী অদ্যাবধি উক্ত শিক্ষকের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়নি।
মোহাম্মদ মনির হোসেন হাওলাদার
পরিচালক (উপ-সচিব), এস্টেট ও ভূমি-২
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)