লালমোহনে মুজিববর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রীর দেওয়া ঘর পেলো ভূমিহীন ও গৃহহীন ২০ টি পরিবার
শাহিন আলম মাকসুদ লালমোহন প্রতিনিধিঃ ভোলা-লালমোহন উপজেলায় মজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গণভবন থেকে (২০ জুন ) রবিবার সকালে লালমোহন উপজেলার হলরুমে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উদ্বোধন করেন। সাড়া দেশের ন্যায় অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সারা দেশে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে ২শতক জমি ও ঘর প্রদান উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান এর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর দেওয়া ভূমিহীন ও গৃহহীনদের ২০ টি পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন (এমপি)।
এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অনান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।
প্রধানমন্ত্রী ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় এর শুভ উদ্বোধন করার পর সংক্ষিপ্ত আলোচনায় এমপি শাওন বলেন, শেখ হাসিনার বাংলায় কেহ ভূমিহীন ও গৃহহীন থাকবে না।
মুজিববর্ষে পর্যায়ক্রমে সকল ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করা হবে। যাদের জমি আছে ঘর আছে তারা এসমস্ত ঘর পাবে না। যদি কেহ মিথ্যা তথ্য দিয়ে প্রধানমন্ত্রীর ঘর নেয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।