ভোলা, বোরহানউদ্দিন থেকে সাগর চৌধুরীঃ আজ সোমবার দুপুরে ভোলার বোরহানউদ্দিনে সততা সংঘের সদস্যদের নিয়ে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে বরিশাল ও বোরহানউদ্দিন উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোঃ আকতার হোসাইন।
শত শত ছাত্র- ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে ভিবিন্ন পর্যায়ের দূর্নীতি সম্পর্কে বক্তব্য রাখেন বরিশাল বিভাগের দূর্নীতি দমন কমিশনের পরিচালক মোঃ আকতার হোসাইন। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সবার আগে দূর্নীতি রোধ করতে হবে। আমাদের সব ক্ষেত্রে সুনিতির প্রসার ঘটাতে হবে, তবেই দেশ ও জাতির মঙ্গল সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার মো: আ: কুদ্দূস।
মতবিনিময় সভায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: আ: কুদ্দূস বলেন,সমাজের সকল ক্ষেত্রে দূর্নীতি। আমরা যদি দূর্নীতি রোধ না করতে পারি তবে, সামনে এগিয়ে চলা খুব কষ্ঠ হবে।
তিনি নিজের কাজের সম্পর্কে বলেন , আমার কাজে দূর্নীতির ধরা পড়লে চাকুরী ছেড়ে চলে যাব।
এ সময় আরো বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলার দূর্নীতির দমন কমিটির সভাপতি ও সম্পাদক, বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার,বোরহানউদ্দিন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্থফা কামাল মহব্বতের সভাপতিত্বে, বোরহানউদ্দিন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র মাওলানা মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোঃ আকতার হোসাইন ছাতা বিতরন করছেন।
মতবিনিময় শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে দূর্নীতি বিরোধী স্লোগানযুক্ত ছাতা, জ্যামিতিবক্স ও খাতা বিতরন করেন বরিশাল বিভাগের দূর্নীতি দমন কমিশনের পরিচালক মোঃ আকতার হোসাইন। ।