বিশেষ প্রতিবেদকঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয় থেকে বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে প্রেরিত এক তথ্যে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরিশাল বিভাগের ছয় জেলায় ১ লাখ ৮০ হাজার ৪৮১ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত রবিবার থেকে দক্ষিণ উপকূলে কখনো ভারী, কখনো মাঝারি টানা বর্ষণ হয়। এই সময়ে দক্ষিণাঞ্চলের অনেক এলাকার আউশ (বীজতলা ও আবাদসহ), চীনাবাদাম, মরিচ, মুগ, তিল, শাকসবজি, পাট, পান, কলা, পেঁপেসহ বিভিন্ন ফল রয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মধ্যে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষক রয়েছেন ১ লাখ ৭০ হাজারের মতো। বিভাগে প্রাকৃতিক দুর্যোগ রেমাল ও অতিবৃষ্টির কারণে ৯০ হাজার ৭৯৮ হেক্টর ফসলি জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার ৭৮৯ হেক্টর জমি। এছাড়া আংশিক থেকে ১৫ হাজার ৪৮৯ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ১৮ হাজার ২০৯ হেক্টর ফসলি জমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্তের হিসেবে গিয়ে দাঁড়াবে।
এদিকে ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে আর এতে উৎপাদনে ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ ৭০ হাজার মেট্রিকটন হবে বলে ধারণা করা হচ্ছে। যা মূল্যে ৫০৮ কোটি টাকার বেশি।
কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক শওকত ওসমান জানান, মাঠে থাকা আউশ ধানের ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। এছাড়া সবজিরও ক্ষতি হয়েছে রেমালের তাণ্ডবে। আমরা চূড়ান্ত যে হিসাব মাঠপর্যায় থেকে পেয়েছি, তাতে আর্থিক হিসাবে ৫০ ৮ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে ঘূর্ণিঝড় রেমালের কারণে বিভাগের ৬ জেলায় ৯ হাজার ৮ হেক্টরের ৯৩ হাজার ৮৮২টি পুকুর, দিঘি ও ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ২২ হেক্টর আয়তনের ১২০টি খামার (কাঁকড়া/কুঁচিয়ার) ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এতে মৎস্য বিষয়ক সম্পদের মোট ক্ষতির পরিমাণ ২১৭ কোটি টাকার ওপরে।
মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বিভাগে পুকুর, ঘের, স্লুইসগেটের মতো অবকাঠামোর ক্ষতিসাধনের পরিমাণ ৩১ কোটি ৪২ লাখ টাকা। আর যার মধ্যে খামার, পুকুর, দিঘি ও ঘেরের ক্ষতির কারণে বিভাগ জুড়ে দেড়শত কোটি টাকার অধিক মূল্যের ৭ হাজার ৯২ টন মাছেরই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া ১৫৯ টন চিংড়ি, প্রায় ৭ কোটি পোনা এবং ৬৯ টন কাঁকড়া/কুঁচিয়ার ক্ষতিসাধন হয়েছে। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ রেমালে কোনো জেলে নিহত হওয়ার খবর মৎস্য দপ্তরের কাছে না থাকলেও ৩১ জেলে আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।
এছাড়া সাড়ে ৩ কোটি টাকার অধিক মূল্যের ১ হাজার ১৯টি নৌযান (নৌকা/ট্রলার/জলযান) ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৮৯৪টি জাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও সংবাদ পড়ুন।
ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে, পায়রা ও মোংলা বন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত
আরও সংবাদ পড়ুন।
ঘূর্ণিঝড় রেমাল-সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল- প্রতিমন্ত্রী মহিববুর রহমান
আরও সংবাদ পড়ুন।
আসছে ঘূর্ণিঝড়‘রেমাল’- পানি উন্নয়ন বোর্ডে কন্ট্রোল রুম চালু, সবার ছুটি বাতিল
আরও সংবাদ পড়ুন।
সরকারি চাকুরীজীবিদের আয়কর রিটার্ন বাধ্যতামূলক; রিটার্ন জমা না দিলে বেতন বন্ধ
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।