১০ টি প্রকল্প একনেকে অনুমোদন দিলো

Picsart_24-03-13_23-56-06-804.jpg

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) বৈঠক। ফাইল ছবি।

বিশেষ প্রতিবেদকঃ ১০টি প্রকল্প অনুমোদন পেয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক)। এর মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫৬৩ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার (৯ মে ২০২৪) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে খুলনা শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পও রয়েছে।

প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে ৫ হাজার ২০৩ কোটি টাকা সরকারি তহবিল থেকে এবং ৩৬০ কোটি ৪৭ লাখ টাকা বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে।

একনেক সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার সাংবাদিকদের জানান, আজকে একনেক সভায় অনুমোদনের জন্য ১০টি প্রকল্প উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী ১০টি প্রকল্পই অনুমোদন দিয়েছেন।

আরও সংবাদ পড়ুন।

সব প্রতিকূলতা মোকাবিলা করে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে – প্রধানমন্ত্রী

আরও সংবাদ পড়ুন।

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আরও সংবাদ পড়ুন।

শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী – শ্রদ্ধা নিবেদন আওয়ামী লীগের

আরও সংবাদ পড়ুন।

বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর

আরও সংবাদ পড়ুন।

মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা – ওবায়দুল কাদের

আরও সংবাদ পড়ুন।

ছয় দিনের সরকারি সফরে থাইল্যান্ডের পথে প্রধানমন্ত্রী  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top