বোরহানউদ্দিনের বড়মানিকা ইউনিয়নে দিন মজুরকে পিটিয়ে হত্যা

Picsart_24-04-15_18-33-45-177.jpg

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নে একজন দিন মজুরকে পিটিয়ে হত্যা করেছে বলে জানা যায়। গতকাল রাতে ঘটনাটি ঘটে জানিয়েছেন স্থানীয়রা। এছাকমোড় সংলগ্ন বড় মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে তুচ্ছ কথা কাটাকাটি নিয়ে ঝগড়ার এক পর্যায়ে মোস্তফা চাপাদার (৬০) নামের একজন দিন মজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

উপজেলা প্রতিনিধিঃ ভোলা জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার সীমান্তবর্তী এলাকা এছাকমোড় সংলগ্ন বড় মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে তুচ্ছ কথা কাটাকাটি নিয়ে ঝগড়ার এক পর্যায়ে মোস্তফা চাপাদার (৬০) নামের একজন দিন মজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

একই বাড়ির হানিফ, তার ছেলে ইউসুফ এবং ইব্রাহিম তাকে পিটিয়ে হত্যা করে, জানায় স্থানীয়রা।

(১৪ এপ্রিল২০২৪) রাত আনুমানিক ১০ টার দিকে এই ঘটনা ঘটে।

হত্যাকান্ডের শিকার মোস্তফা চাপাদার এবং হত্যাকারী হানিফ, ইউসুফ ও ইব্রাহিম সবাই দৌলতখান উপজেলার বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানান, নদী ভাঙনের শিকার হয়ে প্রায় ৮ বছর আগে দৌলতখানের সৈয়দপুর থেকে পাশ্ববর্তী বড় মানিকা ইউনিয়নে স্ত্রী সন্তান সহ বসতি গড়ে দিন মজুর মোস্তফা চাপাদার।

তাদের অভাব অনটন মোকাবেলায় বাবার সাথে সংসারের হাল ধরেন বড় ছেলে খোকন (২৫) সে ট্রাক চালানোর কাজ করতো। কয়েক বছর আগে ঢাকায় সড়ক দূর্ঘটনায় মারা যায়।

ছোট ছেলে মেহেদী (১৬) বুদ্ধিপ্রতিবন্দি।

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনের কুঞ্জের হাট বাজারের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিন উপজেলা ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ রাসেল আহমেদ মিয়া’র গন-সংযোগ।

আরও সংবাদ পড়ুন।

পাঁচ রত্নগর্ভা মাকে সংবর্ধনা দিল বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিন উপজেলার হাটবাজারে মোবাইল কোর্ট; জেল ও জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top