গণমাধ্যমের ছুটি হয় না – সাগর চৌধুরী
প্রিয় ভাই – বোন। বন্ধুগণ।
বিশেষ অনুরোধঃ
আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানাতে সংবাদ তৈরী ও গণমাধ্যমে প্রচার করতে গণমাধ্যমের হাজার কর্মীরা কাজ করছে। রাজধানী থেকে শুরু করে বিভাগীয় ও জেলা পর্যায়ে।
এই সত্যগুলো নিয়ে কেউ কথা বলেন না। আমি স্বীকার করছি। আমিও জনগণের চাকর। জনগণের কাছে আমারও জবাব দিহিতা আছে। আমিও রাষ্ট্রের নাগরিক। সকলের মন রক্ষা করে চলতে পারি না।
সরকারের অন্য অন্য চাকুরীজীবিদের মত ছুটি বা বন্ধ হলেও প্রচার মাধ্যমের সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলা থাকে, সংবাদ পরিবেশিত হয় নিয়মিত।
দেশের প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করছে তারা। রাষ্ট্রের ৪টি খুটির একটি গণমাধ্যম। বন্ধ বা ছুটি এই অজুহাতে গণমাধ্যম কর্মীদের সাথে অযাচিত বাক্য ব্যায় করবেন না। সংবাদ সংগ্রহ করতে সকলের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের কাছে বিশেষ অনুরোধ।
সরকারের অনেকগুলো ডিপার্টমেন্ট বন্ধ বা ছুটি এই অজুহাতে,গণমাধ্যমে তথ্য দিয়ে সহযোগিতা করেন না। সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর সমুহকে বিশেষ অনুরোধ।
প্রিয়মহদয়গন,
গণমাধ্যমের ছুটি হয় না।
বিশেষ অনুরোধঃ
সম্পাদক ও প্রকাশক
সাগর চৌধুরী।