কাচিয়ার দুই জীন প্রতারক সবুজ ও রাকিব নারী পাচারকালে চরফ্যাশন থানা পুলিশের হাতে আটক

Picsart_24-03-30_23-25-54-494.jpg

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার দুই জীন প্রতারক নারী পাচার কালে চরফ্যাশন থানায় পুলিশের হাতে আটক।

(২৯ মার্চ ২০২৪) রোজ শুক্রবার রাতে চরফ্যাশন উপজেলার একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করেন চরফ্যাশন থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায় বোরহানউদ্দিন উপজেলা কাচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জিন কাঞ্চনের ছেলে সবুজ (৩০) মালেকে ছেলে রাকিব (২৭) তাদেরকে আটক করে চরফ্যাশন থানার পুলিশ তাদের বিরুদ্ধে একটি রেগুলার মামলার রুজি হয়। তাদের বিরুদ্ধে জীন প্রতারনার মামলা রয়েছে।

তাদেরকে ভোলা জেলখানায় পাঠানো হয়।

আরো বিশেষ সূত্রে জানা যায় এই জীন প্রতারক সবুজ এবং রাকিব তাদের অবৈধ টাকার গরমে এলাকায় মানুষকে মানুষ গণনা করে না। সবুজ সেই অবৈধ টাকা দিয়ে বানিয়েছে বাড়িতে অট্টালিকা বাড়ি ঘর।

এলাকায় রয়েছে কিছু প্রভাবশালী মানুষ রুপী লোকদের ছত্রছায়ায়। এই বিষয়ে সবুজের বাবা কাঞ্চনের সাথে কথা বললে তিনি জানান ঘটনাটি সত্যি।

আরও সংবাদ পড়ুন।

চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের অর্থ আত্মসাৎ করার অভিযোগ

আরও সংবাদ পড়ুন।

চরফ্যাশন উপজেলার ৩টি ইটভাটায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ।

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিন উপজেলায় টবগী ইউনিয়নে বাল্যবিবাহের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top