যৌন নিপীড়নের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু শাহেদ ইমন সাময়িক বহিষ্কার

Picsart_24-03-22_11-13-41-472.jpg

নারী শিক্ষার্থীকে অসহযোগিতা করায় ওই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকেও পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শিক্ষা প্রতিবেদকঃ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২১ মার্চ ২০২৪) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেটের সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

এ ছাড়া শিক্ষার্থীকে অসহযোগিতা করায় ওই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এর আগে ১৮ মার্চ শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও হত্যাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দেয়া হচ্ছে জানিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে অভিযোগ দেন শিক্ষার্থী কাজী ফারজানা মীম।

জীবনের নিরাপত্তা চেয়ে ওই বিভাগের শিক্ষক আবু সাহেদ ইমন ও বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমেদ হালিমের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। এরপর ১৯ মার্চ একই অভিযোগে প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের কাছে আবেদন করেন এই শিক্ষার্থী।

আরও সংবাদ পড়ুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানি – অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে

আরও সংবাদ পড়ুন।

ছাত্রীকে যৌন নিপীড়ন – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মাহবুবুল মতিন বহিষ্কার

আরও সংবাদ পড়ুন।

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জাবি শিক্ষক অপসারণ

আরও সংবাদ পড়ুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নিপীড়ন; অভিযুক্ত অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে অব্যাহতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top