আজ মঙ্গলবার (৫মার্চ ২০২৪) সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন হাওলাদার গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন।
উপজেলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকা থেকে ৩০০ কেজি চাল উদ্ধার করেছে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান।
পরিত্যক্ত চালের খবর পেয়ে সোমবার দুপুরে স্থানীয় চেয়ারম্যান মোঃ জসিম হাওলাদার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসানকে জানায়। পরে চেয়ারম্যান ও সহকারী কমিশনার ভুমি নাজমুল হাসান ৩০০ কেজি চাল উদ্ধার করেন।
মোঃ জসিম হাওলাদার জানান, ১নং ওয়ার্ডে একটি বাগানের ভিতরে ৩০ কেজি করে ১০ বস্তা যাহা মোট ৩০০ (তিনশত) কেজি চাল পরিত্যক্ত রয়েছে বলে খবর পায় চেয়ারম্যান। সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসানকে খবর দেন তিনি। সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসানসহ চেয়ারম্যান জসিম হাওলাদার ঘটনাস্থলে গিয়ে ৩০০ কেজি চাল উদ্ধার করেন।
উদ্ধারকৃত চাল টবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম হাওলাদারের জিম্মায় রাখেন।
বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান জানান, জঙ্গলের মধ্যে ১০ বস্তা চাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় চেয়ারম্যান ও সচিবসহ ১০ বস্তা চাল উদ্ধার করি। যাহা মোট ৩০০ কেজি চাল। চালের কোন মালিক খুজে না পাওয়ায় টবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম হাওলাদারের জিম্মায় রাখা হয়।
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে হাকিমুদ্দিন ব্লক ও বেড়ীবাঁধের চলমান কাজ পরিদর্শনে – আলী আজম মুকুল এমপি
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নে প্রধানমন্ত্রী’র শীত বস্ত্র বিতরণ
আরও সংবাদ পড়ুন।