পক্ষিয়া ইউনিয়নের নবমিয়ার মাছঘাটে অবৈধ জাটকা আহরন ও বিক্রী; এসি ল্যান্ডের অভিযান

Picsart_24-01-23_21-45-16-230-scaled.jpg

সরকারের মৎস্য আইনে ইলিশের ঝাটকা আহরণ, ক্রয়, বিক্রয়, পরিবহন ও মজুদ দন্ডনীয় অপরাধ। সরকারের মৎস্য আইনে জেল ও জরিমানার উভয় বিধান রয়েছে।

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের নবমিয়ার মাছঘাটে অবৈধ ইলিশের ঝাটকা বিক্রি ও সংরক্ষণের অপরাধে ইলিশের জাটকা জব্দ করে, বোরহানউদ্দিন উপজেলা এসি ল্যান্ড নাজমুল হাসান।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে, অভিযোগ পেয়েই বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমরর সাহা ঘটনাস্থল পক্ষিয়া ইউনিয়নের বেড়ীবাঁধ মাছঘাটে ছুটে আসেন এবং বিপুল পরিমাণ ইলিশের ঝাটকা আটক করেন। নবমিয়ার মাছঘাটে অবৈধ ইলিশের ঝাটকা আটকের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা অভিযোগ করেন, বিগত বছর গুলোর মত এবারও ইলিশের ঝাটকা আহরণ, বিক্রি, মজুদ, পরিবহন দন্ডনীয় অপরাধ হলেও নবমিয়ার মাছঘাটে জাটকা ধরা বন্ধ হয় না। দিনে রাতে এইঘাটে বিপুল পরিমাণ ইলিশের ঝাটকা আহরণ ও বিক্রি করা হয়।

আজকের জাটকা নিধন বন্ধ করার অভিযানে উপস্থিত ছিলেন, এসি ল্যান্ড বোরহানউদ্দিন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বোরহানউদ্দিন থানা পুলিশ।

আরও সংবাদ পড়ুন।

দৌলতখানে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৭ জেলের জরিমানা ও ৯টি নৌকা জব্দ

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে মা ইলিশ শিকার করায় দুইজনের ছয় হাজার টাকা জরিমানা

আরও সংবাদ পড়ুন।

ভোলায় মেঘনা ও তেতুলিয়া নদীতে অবৈধ মাছ ধরছে; প্রশাসন নিবর

scroll to top