দুই হাজার কোটি টাকার কৃষি ঋণ বিতরন

bangladesh-bank.jpg

দুই হাজার কোটি টাকার কৃষি ঋণ বিতরন

বিশেষ প্রতিবেদকঃ ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাসে (জুলাই) এক হাজার ৯৯১ কোটি ২৭ লাখ টাকার কৃষি ঋণ বিতরন করা হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাসে (জুলাই) এক হাজার ৯৯১ কোটি ২৭ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছে ব্যাংক। এর মধ্যে সবচেয়ে বেশি বিতরণ করা হয়েছে শস্য খাতে। জুলাই মাসে শস্য উৎপাদনের জন্য বিতরণ করা হয়েছে ৮৭৪ কোটি ৫৭ লাখ টাকা।

এর পরেই রয়েছে গবাদি পশু ও হাঁস-মুরগি উৎপাদন খাতে ৪৭৯ কোটি টাকা। হিসাব অনুযায়ী, পুরো অর্থবছরে যত টাকা বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে তার মধ্যে প্রথম মাসে অর্জন হয়েছে ৫ দশমিক ৬৯ শতাংশ।

নতুন অর্থবছরে (২০২৩-২৪) কৃষি ও পল্লীঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ১৩ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি করে নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা।

কম সুদে কৃষকদের হাতে ঋণ পৌঁছাতে এবার ক্ষুদ্র ঋণদাতা সংস্থার (এমএফআই) ওপর বেসরকারি ব্যাংকের নির্ভরশীলতা আরও কমিয়ে আনা হচ্ছে। আর এ জন্য ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে অন্তত ৫০ শতাংশ কৃষিঋণ বিতরণ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক, যা এতদিন ছিল ৩০ শতাংশ। এ ছাড়া কৃষিঋণের কত অংশ কোন খাতে দিতে হবে, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে ৩২ হাজার ৮২৯ কোটি ৮৯ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছে ব্যাংক। কিন্তু এ বছর পুরো ব্যাংক খাতের জন্য কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ৮১১ কোটি। অর্থাৎ নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি কৃষি ঋণ বিতরণ করেছে দেশের ব্যাংকগুলো। কিছু কিছু ব্যাংক লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি বিতরণ করেছে। আবার কিছু ব্যাংক কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রায় অর্জন করতে পারেনি। এরকম ব্যর্থ ব্যাংকের সংখ্যা আটটি। কৃষি ঋণ নীতিমালায় বলা হয়, ভবনের ছাদে বিভিন্ন কৃষি কাজ করা একটি নতুন ধারণা।

আরও সংবাদ পড়ুন।

২ কোটি ২০ লাখ টন চাল উৎপাদন হতে পারে – কৃষিমন্ত্রী

আরও সংবাদ পড়ুন।

বিনামূল্যে সার-বীজ পাবে ২৭ লাখ কৃষক

আরও সংবাদ পড়ুন।

ওয়াহিদা আক্তার কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top