বিএনপি রাজধানীতে গণমিছিলের অনুমতি পেলো

Picsart_23-06-03_09-56-53-354.jpg

বিএনপি রাজধানীতে গণমিছিলের অনুমতি পেলো

রাজনৈতিক প্রতিবেদকঃ বিএনপি আজ শুক্রবার রাজধানীতে শর্ত সাপেক্ষে গণমিছিলের অনুমতি পেয়েছে। জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট২০২৩) রাতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, বিএনপি গণমিছিলের জন্য ডিএমপি কমিশনার বরাবর আবেদন করেছিল। আবেদনটি যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে অনুমতি দেয়া হয়েছে।

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে টানা দুই দিন কর্মসূচি পালন করবে বিএনপি ও দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরা।

প্রথমদিন আজ শুক্রবার রাজধানীতে গণমিছিল করবে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর দ্বিতীয় দিন শনিবার সারাদেশে পদযাত্রা করবে বিএনপি।

একদফা দাবিতে শুক্রবার বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক দুটি গণমিছিল করবে বিএনপি। দক্ষিণের গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা অংশগ্রহণ করবেন। গণমিছিলটি দয়াগঞ্জ মোড় থেকে শুরু হয়ে কমলাপুর স্টেডিয়ামের পাশ দিয়ে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

অপরদিকে উত্তরের গণমিছিলটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ ছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

মিছিলটি গুলশান-২ নম্বর ডিসিসি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে গুলশান-১ নম্বর গোলচত্বর হয়ে তিতুমীর কলেজের সামনে দিয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে শেষ হবে।

আরও সংবাদ পড়ুন।

বিএনপি’র নতুন কর্মসূচি ঘোষণা

আরও সংবাদ পড়ুন।

বিক্ষোভকারীদের ওপর বেআইনি বলপ্রয়োগ বন্ধের আহ্বান অ্যামনেস্টির

আরও সংবাদ পড়ুন।

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান জাতিসংঘের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top