ভূমিহীনদের মাঝে বাড়ি হস্তান্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Picsart_23-06-04_00-07-20-440.jpg

ভূমিহীনদের মাঝে বাড়ি হস্তান্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ২২ হাজার ১০১টি বাড়ি হস্তান্তর উদ্বোধন করেছেন।

আজ বুধবার (৮ আগস্ট২০২৩) সকাল পৌনে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন।

প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা ও জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদানসহ জাতির বিভিন্ন সন্ধিক্ষণে বঙ্গমাতার ঐতিহাসিক সময়োচিত পদক্ষেপের মাধ্যমে দেশের স্বাধীনতা লাভের বিভিন্ন প্রেক্ষাপট তার ভাষণে তুলে ধরেন।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন। সারাদেশের চার হাজার ৫শ’দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন এবং তিন হাজার দুঃস্থ নারীদের প্রত্যেককে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দুই হাজার করে টাকা প্রদান করা হয়।

এছাড়া অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি অডিও-ভিজ্যুয়াল প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

আরও সংবাদ পড়ুন।

আওয়ামী লীগ কেবল জনগণের কাছেই দায়বদ্ধ – প্রধানমন্ত্রী

আরও সংবাদ পড়ুন।

শেখ কামালের আজ ৭৪তম জন্মবার্ষিকী

আরও সংবাদ পড়ুন।

বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী আজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top