দুদক কর্মকর্তার পরিচয় ও ছবি ব্যবহার পূর্বক ছদ্মবেশ ধারন; আটক একজন মো:রেজওয়ান, বয়স- ৪০, বাড়ি – পীরগঞ্জ, রংপুর গ্রেফতার করা হয়েছে আমতলা, মিরপুর, ঢাকা থেকে।
অপরাধ প্রতিবেদকঃ অভিযোগ কারী মোঃ সিফাত উদ্দিন (৩৭) পিতা- মোঃ আবু হানিফ, মাতা- মোসাঃ শেয়ারা বেগম, জাতীয় পরিচয়পত্র নং- ২৬৯৭৫৫৬৩৭০০৪৯, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় গোপালগঞ্জ, স্থায়ী সাং- কেওড়াবুনিয়া, থানা ও জেলাঃ বড়গুনা, বর্তমান (পারিবারিক) সাং- বাসা নংঃ-১৩/২২, বেইলী স্কয়ার অফিসার্স কোয়ার্টার, থানা-রমনা মডেল, জেলা-ঢাকা, আপনার থানায় হাজির হইয়া অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিদের বিরুদ্ধে এই মর্মে এজাহার দাখিল করিতেছি যে, অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা আমার নাম,
পদবী, ছবি ও অজ্ঞাত 01639814516 মোবাইল নাম্বার ব্যবহার করে আমার নামে ফেইক হোয়াটসঅ্যাপ, ফেইসবুক, সিগনাল, ইনস্টাগ্রাম, সহ অন্যান্য অনলাইন আইডি খুলে আমার পেশাগত পরিচয় ব্যবহার পূর্বক প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন ব্যক্তিকে কল করে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে উল্লেখ পূর্বক ভয়ভীতি প্রদর্শন করে বিকাশ, নগদসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এবং ক্যাশে টাকা আদায় ও অন্যান্য অনৈতিক সুবিধা গ্রহণ করে আসছে।
আমি আমার বর্তমান ঠিকানার বাসা নং-১৩/২২ বেইলী স্কয়ার অফিসার্স কোয়ার্টার, থানা- রমনা মডেল, জেলা- ঢাকায় অবস্থানকালে ইং ১৪/০৭/২০২৩খ্রিঃ অনুমান ১১.৩০ ঘটিকায় আমার এক সহকর্মী আমাকে জানান যে, আমার ছবি, নাম, পদবী ব্যবহার করে ০১৬৩৯৮১৪৫১৬ মোবাইল নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে কে বা কাহারা তার এক আত্মীয়কে কল
করে তার নামে দুদকে অভিযোগ রয়েছে মর্মে উল্লেখ করে উক্ত অভিযোগ নিষ্পত্তি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার নিকট ২০,০০০/- (বিশ হাজার) টাকা দাবী করেছে। আমার সহকর্মী বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমাকে জানান।
একইভাবে আমার কয়েকজন পরিচিত আমাকে জানান যে, তাদের পরিচিত কয়েকজনকে হোয়াটসঅ্যাপ, সিগনাল, ইনস্টাগ্রাম সহ অন্যান্য অন-লাইন আইডি দিয়ে কল করে আমার পরিচয় দিয়ে দুদকে অভিযোগ রয়েছে মর্মে টাকা না দিলে মামলা দায়েরের হুমকী দিয়ে বারংবার বিভিন্ন পরিমানের টাকা দাবি করে আসছে।
এরকম বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ইং ১৫/০৭/২০২৩ তারিখ অনুমান সময় সন্ধ্যা অনুমান ০৬.৪৫ ঘটিকায় আমি আমার বর্তমান ঠিকানায় বসে উক্ত 016398145১৬ নাম্বারের হোয়াটসআপ এ কল করে আমার ছবি, নাম ও পদবী ব্যবহারের প্রমাণ পাই।
উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা পরস্পর যোগসাজশে আমার অনুমতি ব্যতীত আমার পরিচয় ও ছবি ব্যবহার পূর্বক আমার ছদ্মবেশ ধারন করে, মিথ্যা তথ্য প্রকাশ করে, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রতারণার মাধ্যমে, আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুন্ন করেছে। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি আমার আত্মীয় স্বজনদের সাথে আলাপ আলোচনা করে থানায় লিখিত এজাহার দায়ের করলাম।
আরও সংবাদ পড়ুন।
সমবায় অধিদপ্তরের পদোন্নতি কমিটির বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
বন্ড লাইসেন্সে রাজস্ব ফাঁকি – ফাঁসলেন ১০ কাস্টমস কর্মকর্তা সহ ১৩ জন
আরও সংবাদ পড়ুন।