এক দফা আন্দোলনের ঘোষণা বুধবার সমাবেশ থেকে দেবে বিএনপি

Picsart_23-06-03_09-56-53-354.jpg

এক দফা আন্দোলনের ঘোষণা বুধবার সমাবেশ থেকে দেবে বিএনপি

আগামী ১২ জুলাই বুধবার রাজধানীতে এক সমাবেশে সরকারপতনের এক দফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দেবে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দিতে পারেন।

যুগপত্ আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও জোট আলাদাভাবে একদফা আন্দোলনের ঘোষণা দেবে। এক দফা আন্দোলনে হরতাল, অবরোধ, অসহযোগ, ঘেরাওসহ লাগাতার নানা কর্মসূচির প্রস্তাব রয়েছে। তবে বিএনপি হরতাল-অবরোধের মতো কর্মসূচিতে যেতে চায় না। অহিংস কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করতে চায়। পরিস্থিতি বাধ্য করলে কঠোর কর্মসূচিতে যাবে দলটি। এ জন্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনকে সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার নয়াপল্টনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের (ভার্চুয়ালি) সভাপতিত্বে এক রুদ্ধদ্বার সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে মির্জা ফখরুল এক দফা আন্দোলনের সিদ্ধান্তসহ সার্বিক পরিস্থিতি অবহিত করেন।

বুধবারের সমাবেশের অনুমতির জন্য গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।

পুলিশ বলেছে, তারা পর্যালোচনা করে অনুমতির সিদ্ধান্ত জানাবে।

ঢাকা মহানগর বিএনপির সূত্র বলছে, সমাবেশে বড় ধরনের শোডাউন করতে ইতিমধ্যে কয়েক বার প্রস্তুতি সভা করা হয়েছে। গতকাল বিকালেও সমাবেশ সফল করতে যৌথ সভা করা হয়েছে। সভা থেকে ঢাকা জেলা ও আশপাশের জেলার নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে সর্বোচ্চ লোকসমাগম করতে।

একই নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানীর থানা ও ওয়ার্ডের নেতাদেরও।

জানা গেছে, যুগপৎ আন্দোলনের সঙ্গীরা চেয়েছিল বিএনপির সঙ্গে এক মঞ্চ থেকে এক দফার ঘোষণা দিতে। কিন্তু বিএনপি চাইছে না এক মঞ্চ থেকে ঘোষণা দিতে। সঙ্গীরাও ১২ জুলাই আলাদাভাবে এ কদফা ঘোষণা দেবে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনবিষয়ক তথ্যানুসন্ধানী মিশন ১৬ দিনের সফরে ঢাকা এসেছে। এছাড়া এ সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শক্তিশালী একটি প্রতিনিধিদল। তাই কিছুটা আগেই সরকারপতনের এক দফার আন্দোলনের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এই এক দফার আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে বিএনপি বিদেশি প্রতিনিধিদের কাছে বার্তা পৌঁছাতে চায় যে, তারা এই সরকারপতন আন্দোলনের চূড়ান্ত ধাপে নেমেছে।

শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই দাবি আদায়ের চেষ্টা করবে বিএনপি

খালেদা জিয়াকে চীনা দূতাবাসের উপহার

নজিরবিহীন লুটপাট ও অলীক কল্পনার অবাস্তবায়নযোগ্য গণবিরোধী বাজেট – মির্জা ফখরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top