জনস্বার্থে চার জেলা রেজিস্ট্রারকে বদলি

Picsart_23-03-20_07-49-56-533.jpg

জনস্বার্থে চার জেলা রেজিস্ট্রারকে বদলি

বিশেষ প্রতিবেদকঃ নিবন্ধন অধিদফতরের চার জেলা রেজিস্ট্রাকে বদলির আদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

আজ বৃহস্পতিবার (৮ জুন২০২৩) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব সফিউল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চার জেলা রেজিস্ট্রারকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি করা হলো। জারি করা আদেশে বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৮ জুনের মধ্যে তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণপূর্বক বিধিমোতাবেক বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য বিজ্ঞপ্তি জারি করতে মহাপরিদর্শক নিবন্ধনকে নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে চুয়াডাঙ্গার জেলা রেজিস্ট্রার শফিকুল ইসলামকে কিশোরগঞ্জের জেলা রেজিস্ট্রার পদে, সাতক্ষীরার জেলা রেজিস্ট্রার মোহা. আব্দুল হাফিজকে খুলনার জেলা রেজিস্ট্রার, ঠাকুরগাঁওয়ের জেলা রেজিস্ট্রার মো. নূর নেওয়াজ খানকে শেরপুরের জেলা রেজিস্ট্রার এবং শেরপুরের জেলা রেজিস্ট্রার মো. হেলাল উদ্দিনকে ঠাকুরগাঁওয়ের রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে।

জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও সংবাদ পড়ুন।

জমি রেজিস্ট্রেশন খরচ বাড়ছে

আরও সংবাদ পড়ুন।

বিচারপ্রার্থী মানুষ যেন দ্রুত ন্যায়বিচার পায় – আইনমন্ত্রী আনিসুল হক

আরও সংবাদ পড়ুন।

কালামপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের নবনির্মিত ভবন শুভ উদ্বোধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top