সারাদেশে মাধ্যমিক বিদ্যালয় আগামী ৮ জুন পর্যন্ত বন্ধ

Picsart_22-07-06_12-09-37-159.jpg

সারাদেশে মাধ্যমিক বিদ্যালয় আগামী ৮ জুন পর্যন্ত বন্ধ।

শিক্ষা প্রতিবেদকঃ সারাদেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৮ জুন২০২৩) দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (৭ জুন২০২৩) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরতের ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত তাপ প্রবাহের সতর্কবার্তা বিজ্ঞপ্তিতে আগামী পাঁচ থেকে ছয় দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। এই সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামী ৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

এদিকে দেশের বিভিন্ন জেলায় স্থানে প্রচন্ড তাপদাহ কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে বলে বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত সংবাদ প্রকাশ হচ্ছে। 

এর আগে, গত ৪ জুন তীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সংবাদ পড়ুন।

প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা

ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে।

অর্থাৎ এ ৪ দিন শিশুদের বিদ্যালয়ে যেতে হবে না। তবে স্কুল খোলা থাকবে। শিক্ষকগণ স্কুলে উপস্থিত থাকবেন।

আরও সংবাদ পড়ুন।

ছয় শতাধিক শিক্ষক চাকরি হারাচ্ছেন; তাদের বিরুদ্ধে সাত দফা শাস্তির নির্দেশ

আরও সংবাদ পড়ুন।

৬৭৮জন শিক্ষকের জাল সনদে চাকুরী! ফেরত দিতে হবে ভেতন ভাতার টাকা

আরও সংবাদ পড়ুন।

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৩০ এপ্রিল;পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top