বাংলাদেশ এক্সট্রা মোহরার এর ঢাকা জেলার নব-নির্বাচিত পরিষদের পরিচিতি ও আলোচনা
নগর প্রতিবেদকঃ আজ শনিবার (১৩মে ২০২৩) বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন ঢাকা জেলা শাখার নবনির্বাচিত পরিষদ এর পরিচিতি ও এক আলোচনা সভা বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এর হল রুমে ঢাকা জেলা শাখার সভাপতি মোঃ আওলাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন এর সভাপতি মাওলানা মোঃ হেমায়েত উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার
হোসেন, সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোঃ শামিনুর রহমান (সৈকত), ঢাকা জেলার
সহ-সভাপতি মামুন কাওছার, মোঃ আব্দুল হাকিম, মোঃ মহিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক নূরেআলম, আব্দুর রহমান,
সহ-সাধারণ সম্পাদক নুরজাহান, কোষাধ্যক্ষ মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক এস.এম.আশরাফুর
রহমান (শামীম), মহিলা সম্পাদিকা ছাবিকুন্নাহার, সহ-মহিলা সম্পাদিকা নিশি আক্তার সহ ঢাকা জেলার নব-নির্বাচিত নেতৃবৃন্দ।
আজকের সভায় প্রধান অতিথি সভায় জাতির পিতা ও তার পরিবারের শাহাদাৎ বরণ কারী সকলের আত্মার মাগফেরাত কামনা করেন এবং মাননীয় প্রধান মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাযাত করেন।
মুনাজাত শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “এক্সট্রা মোহরারদের অভিশপ্ত জীবন, দেখার কেউ নেই” ১৯৭৩
সনে জাতির পিতা নকল নবীশদের রাজস্ব খাতের ঘোষনা দেন ১৬ই আগষ্ট ১৯৮৪ সনে মাননীয় প্রধান মন্ত্রী সানুগ্রহ
সমর্থন ব্যক্ত করেন। ০২/০৫/২০১৬ সনে ১০৩৩২ জন এক্সট্রা মোহরার কে রাজস্ব খাতে নেয়ার প্রস্তাবটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফিতা বন্দী হয়ে পড়ে আছে।
১৬/০৫/২০১৬ ইং তারিখে প্রয়াত শ্রমিকলীগ সভাপতি
শুক্কুর মাহমুদ সহ কেন্দ্রীয় প্রতিনিধির সাথে আইন মন্ত্রী মহোদয়ের বাসভবনে আলোচনা সভায় সিদ্ধান্ত সমূহ আজও
বাস্তবায়ন হয়নি ২০১৭ সনে ৮ জানুয়ারী আইন মন্ত্রনালয়ের সভা কক্ষে আইন মন্ত্রী মহোদয়ের সাথে কেন্দ্রীয় এবং
বিভাগীয় নেতৃবৃন্দের সাথে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এক্সট্রা মোহরারদের
একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান মন্ত্রির সাথে সাক্ষাৎ করবেন। কালে কালে সকল আশার বানী কোন আলোর
মুখ দেখলোনা। সরকারী কর্মচারী বৃদ্ধি না করে, বিনা পারিশ্রমিকে নকল নবিসদের দিয়ে সরকারী কাজ করানো
হচ্ছে তাদের নকল কাজের বালাম থাকে না, গত ঈদ-উল ফিতরে তাদের কাজের পারিশ্রমিক দেয়া হয়নি আগামী
ঈদুল আযহার আগেও তাদের পারিশ্রমিক পাওয়ার সম্ভাবনা নেই।
৫/১২/২০২২ খ্রি: এক্সট্রা মোহরার দের পারিশ্রমিক বৃদ্ধি অর্থ মন্ত্রনালয় অনুমোদন দিলেও অদ্য পর্যন্ত প্রজ্ঞাপন জারী হয়নি যার ফলে সরকার হারাচ্ছে রাজস্ব এবং এক্সট্রা মোহরারগণ বর্তমান বাজার দরে পারিশ্রিমিক বহনে পরিবার পরিজন নিয়ে চরম বিপদে দিনাতিপাত করছেন।
এক্সট্রা মোহরারগণ মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষন করছি সমস্যা সমাধানের জন্য।
এক্সট্রা মোহরারগণ আশা বাদী মাননীয় প্রধান মন্ত্রীর পবিত্র হাতের ছোয়ারয় “বঙ্গবন্ধুর ঘোষনা মাননীয় প্রধান মন্ত্রীর
সানূগ্র সমর্থন এক্সট্রা মোহরারদের চাকুরী রাজস্ব খাতে অর্ন্তভূক্ত” হবে ইনশাআল্লাহ।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
নকল বাবদ ফি (N-ফি) ও এক্সট্রা মোহরারদের পারিশ্রমিক পুনঃনির্ধারণ করেছে সরকার
আরও সংবাদ পড়ুন।