আগুন জ্বলছে – রাজধানীর নিউ সুপার মার্কেটে

Picsart_23-04-15_10-40-56-942.jpg

আগুন জ্বলছে রাজধানীর নিউ সুপার মার্কেটে

সাগর চৌধুরীঃ রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।

ফায়ার সার্ভিসে পরিচালক (অপারেশনস) লে. ক. তাজুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন পুরোপুরি নেভাতে আমাদের কর্মীরা কাজ করছে।

অগ্নিকাণ্ডের পর সাইন্সল্যাব মোড় থেকে ডাইভারশন দিয়েছে ট্রাফিক পুলিশ, সব গাড়ি ঘুড়িয়ে শাহবাগের দিকে যেতে বলা হচ্ছে।

ধামরাই, সাভার, মিরপুর থেকে আসা গাড়ি শাহবাগ হয়ে গুলিস্তানের দিকে যাচ্ছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বলেন, আমরা ফায়ার সার্ভিসের সদস্যদের কাজ করার সুবিধার্থে সড়কটি বন্ধ রেখেছি। এ ছাড়া ব্যবসায়ীদের অনেক মালপত্র সড়কে রয়েছে। তা পাহারা দেওয়া হচ্ছে।

সাইন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সকল মার্কেট বন্ধ রয়েছে।

এদিকে, রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের পাশাপাশি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল, কাপড়-চোপড় নিজের কাঁধে বহন করে উদ্ধারের কাজে অংশগ্রহণ করেছে।

আরও পড়ুন।

পুরছে বঙ্গবাজার! এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন

আরও পড়ুন।

রাজধানীর মার্কেট ও শপিংমলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে – আইজিপি

আরও পড়ুন।

বঙ্গবাজারে অগ্নিনির্বাপন ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছে দুই সহস্রাধিক পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top