শরীয়তপুরে বিসিক কর্মকর্তা মনির হোসেন ঘুসের ৫০হাজার টাকাসহ দুদকের হাতে গ্রেফতার

Picsart_23-04-06_18-01-29-380.jpg

শরীয়তপুরে বিসিক কর্মকর্তা মনির হোসেন ঘুসের ৫০হাজার টাকাসহ দুদকের হাতর গ্রেফতার

সাগর চৌধুরীঃ আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল২০২৩) দুপুরে বিসিকের শরীয়তপুর কার্যালয় থেকে মোহাম্মদ মনির হোসেনকে গ্রেফতার করে দুদক।

অভিযোগকারী এসকেন্দার ঢালী এর বিসিক শিল্পনগরী, শরীয়তপুরস্থ মেসার্স ঢালী মিনারেল ওয়াটার এর নাম ও উপ খাত পরিবর্তনের জন্য আবেদনটি বিসিক চেয়ারম্যান এর অফিসে ফরওয়ার্ড / অগ্রায়ন করার জন্য অনৈতিকভাবে ১,২৫,০০০ টাকার ঘুষ দাবি করেন। সেই দাবিকৃত ঘুষের ৫০,০০০/- গ্রহণের সময় হাতেনাতে আটক করা হয়েছে।

অভিযোগকারীর নাম ও ঠিকানাঃ এসকেন্দার ঢালী, পিতাঃ মৃত মোঃ হাচেন আলী, সাং- দক্ষিন কেবল নগর, থানাঃ পালং, শরীয়তপুর।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিঃ মোহাম্মদ মনির হোসেন, উপ-ব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, শরীয়তপুর।

ঘটনাস্থলঃ উপ-ব্যবস্থাপক এর কার্যালয়, বিসিক জেলা কার্যালয়, শরীয়তপুর।

যে কার্যালয় থেকে ফাঁদ কার্যক্রম পরিচালিত হয়েছেঃ দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, মাদারীপুর।

অভিযান পরিচালনাকারীর দলনেতার নামঃ আখতারুজ্জামান, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, মাদারীপুর।

অভিযান পরিচালনাকারীর তত্ত্বাবধায়কের নামঃ মোঃ আতিকুর রহমান, উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়,মাদারীপুর।

বিসিক শিল্পনগরী,শরীয়তপুরস্থ মেসার্স ঢালী মিনারেল ওয়াটার, প্লট নং এ-০৭, জমির পরিমান ৪৫০০ বর্গফুট প্লটটি বাতিল করা হলে বিসিক প্লট বরাদ্দ নীতিমালা ২০১০ অনুযায়ী প্লট বাতিলাদেশ প্রত্যাহার করার জন্য বিসিক চেয়ারম্যান বরাবর আবেদন করেন।

২। বিসিক শিল্পনগরী,শরীয়তপুরস্থ মেসার্স ঢালী মিনারেল ওয়াটার, প্লট নং এ-০৭, জমির পরিমান ৪৫০০ বর্গফুট এর খাত পরিবর্তন সাপেক্ষে উৎপাদনে যাওয়ার শর্তে প্লট বাতিলাদেশ প্রত্যাহার করা হবে মর্মে মেসার্স ঢালী মিনারেল ওয়াটার, প্রোপাইটারকে জানানো হয়।

৩। আম- মোক্তারনামামুলে ক্ষমতাপ্রাপ্ত এসকেন্দার ঢালী, পিতাঃ মৃত মোঃ হাচেন আলী, সাং- দক্ষিন কেবল নগর, থানাঃ পালং, জেলাঃ শরীয়তপুর মেসার্স ঢালী মিনারেল ওয়াটার এর নাম ও উপ খাত পরিবর্তনের জন্য আবেদন করেন।

৪। উক্ত আবেদনটি আসামী জনাব মোহাম্মদ মনির হোসেন, উপ-ব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, শরীয়তপুর বিসিক চেয়ারম্যান এর অফিসে ফরওয়ার্ড / অগ্রায়ন করার জন্য অনৈতিকভাবে ১,২৫,০০০ টাকার ঘুষ দাবি। এর মধ্যে ঘুষের ৫০,০০০/- গ্রহণের সময় হাতেনাতে আটক করে দুর্নীতি দমন কমিশনের ফাঁদ পরিচালনাকারী টিম।

দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় মাদারীপুর (শরীয়তপুর) মামলা নং: ০১ তারিখ: ৬-৪-২০২৩ খ্রি:

আরও সংবাদ পড়ুন।

১০ লাখ টাকা ঘুষ নেয়ার অপরাধে উপ-কর কমিশনার মহিবুল ইসলামকে আটক করেছে দুদক

আরও সংবাদ পড়ুন।

বন্ড লাইসেন্সে রাজস্ব ফাঁকি – ফাঁসলেন ১০ কাস্টমস কর্মকর্তা সহ ১৩ জন

আরও সংবাদ পড়ুন।

চোখ-কান খোলা রাখবে দুদক – দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top