“আমানত উল্যাহ সিরাজী ফাউন্ডেশন ” এর গুণীজন সম্মাননা ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম ২০২৩

Picsart_23-03-26_18-42-52-749.jpg

“আমানত উল্যাহ সিরাজী ফাউন্ডেশন ” এর গুণীজন সম্মাননা ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম ২০২৩

জেলা প্রতিনিধিঃ “আমানত উল্যাহ সিরাজী ফাউন্ডেশন ” এর গুণীজন সম্মাননা ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম ২০২৩

২০২০ সালে করনাকালীন সময় থেকে “আমানত উল্লাহ সিরাজী ফাউন্ডেশন ” সমাজসেবামূলক কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করে এবং ২০২২ সাল থেকে গুণীজন সম্মাননার কার্যক্রম হাতে নেয়। এ পর্যন্ত তারা মসজিদ, মাদ্রাসা, মক্তব, কন্যাদায়গ্রস্ত পিতা, অসহায় শিক্ষার্থীদের সহায়তা, অসুস্থদের আর্থিক সহায়তা,ছাউনিবিহীন লোকদের ঘর তুলতে সহায়তা ও এলাকার কৃতি সন্তানদেরকে এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মাননা দিয়ে আসছে।

এরই সূত্র ধরে এ বছর ২০২৩ সালের ২৪ মার্চ এ ফাউন্ডেশন চার শত লোককে ইফতার সামগ্রী উপহার হিসাবে প্রদান ও ১১ জন গুণী ব‍্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের ভালো কাজের মুল‍্যায়নের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করে।
যাদের মধ‍্যে রয়েছেন এলাকার কৃতি সন্তান ড.আশফাকুল আনোয়ার সিরাজী, ড. মুশফিকুল আনোয়ার সিরাজী.
ড. ইয়াকুব জাকের ডাক্তার নুসরাত জাহান ঈষি,
মৌলভী ফয়েজ উল্ল্যাহ( মরণোত্তর),সিরাজ পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি. অগ্নিবীণা পাঠাগার, মোনালিসা স্পোর্টিং ক্লাব, বিউটিফুল সিরাজপুর।

এ ছাড়াও রমজানের শুভেচ্ছা উপহার হিসাবে
আশেক ভূঁয়া জামে মসজিদের খতিব সাহেবের এক বছরের বেতন মসজিদের তহবিলে জমাসহ বেশ কিছু মসজিদ, মাদ্রাসায় রমজানের শুভেচ্ছা উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করে।

দুস্থদের মাঝে নগদ টাকা দান করা হয়।

ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার জনাব মতোয়াক্কেল বিল্লাহর সিরাজীর সঞ্চালনায় বেলা ৩টা হতে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ‍্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, কথা সাহিত‍্যিক শাহানা সিরাজী, বাংলাদেশ প্রবাসী কল‍্যাণ ব‍্যাংকের সাবেক ব‍্যবস্থাপনা পরিচালক জনাব, আ ন ম মাশরুরুল হুদা সিরাজী, অধ‍্যক্ষ বেলায়েত হোসেন সহ অনেক গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ এবং মিডিয়া ব্যক্তিত্ব।

ফাউন্ডেশনের সমস্ত কার্যক্রম পরিচালনায় রয়েছেন ফাউন্ডার সদস্যদের চেয়ারম্যান
ড. মুস্তাফিজ বিল্ল্যাহ সিরাজী
ও অন্যান্য সদস্যমণ্ডলি
জনাব মারজান নাসরীন সিরাজী
জনাব মুস্তাইন বিল্লাহ সিরাজী
জনাব মোতাছেম বিল্যাহ সিরাজী
জনাব রায়হান ফেরদৌস সিরাজী
জনাব মতোয়াক্কেল বিল্ল্যাহ সিরাজী
জনাব মুকাররম বিল্ল্যাহ সিরাজী
জনাব জান্নাতুল ফেরদাউস রাজীন
জনাব মোয়াররেফ বিল্ল্যাহ সিরাজী
এ ছাড়াও এলাকার যুব সমাজ জনাব ইমরানের নেতৃত্বে কার্যক্রমকে সফল করায় স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেন।

ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলির সদস্যগণ হলেন জনাব মোহছেনা আক্তার, জনাব তাহেরা আক্তার, জনাব তানিয়া সুলতানা হেনা, জনাব নীলুফা আক্তার, জনাব জান্নাত আরা বেগম, সৈয়দা নাজমিন নিশি, জনাব শিরিন আক্তার, জনাব শিমু, জনাব মো: হানিফ, জনাব মো: মিজানুর রহমান।

সম্পুর্ন পারিবারিক অর্থায়নে পরিচালিত আমানত উল্লাহ সিরাজী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব মোহছেনা আক্তার এবং উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য জনাব তাহেরা আক্তার উপস্থিত সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও সকল মুসলিম উম্মাহর প্রতি মাহে রমজানের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

আরও পড়ুন।

নারী-পুরুষের সম্মিলিত শক্তিতে পৃথিবী হোক পুষ্পিত বাগান – শাহানা সিরাজী

আরও পড়ুন।

৮ মার্চ হোক পুরুষ দিবস – শাহানা সিরাজী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top