বোরহানউদ্দিনের রানীগঞ্জ-বাংলাবাজার সংযোগ ব্রিজটি পরে আছে দীর্ঘদিন; দুর্ভোগে স্থানীয়রা
সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন, কুতুবা ইউনিয়ন ও বড়মানিকা ইউনিয়নের লক্ষ লক্ষ লোকজনের প্রতিদিনের যাতায়াত একমাত্র সংযোগ ব্রিজটি দীর্ঘদিন পরে আছে, ঠিকাদার কাজ করছে না। বোরহানউদ্দিন উপজেলা এলজিডি অফিসের কর্মকর্তারাও কোন খোঁজ খবর নিচ্ছে না। এমনই অভিযোগ করেন, স্থানীয়রা।
বড়মানিকা ইউনিয়ন থেকে কুতুবা ইউনিয়ন ও পক্ষিয়া ইউনিয়নে যেতে অথবা আলিমুদ্দিন বাংলা বাজার থেকে বোরহানউদ্দিনে যেতে মুচি বাড়ীর দরজায় এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন লক্ষ লক্ষ লোকজন ও যানবাহন চলাচল করতো। কিন্তু বিগত এক বছর আগর পুরাতন ব্রীজটি ভেঙ্গে নিয়ে যাওয়ার পর নানা রকম দুর্ভোগে পড়েছে এখানকার স্থানীয়রা।
এখাকার নতুন ব্রিজের কাজ এখনো শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠান নামমাত্র একটি সাইনবোর্ড দিয়ে দায়িত্ব পালন করছেন। যেখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার কোন কন্টাক্ট নাম্বার বা বোরহানউদ্দিন উপজেলা এলজিডি অফিসের কোন কর্মকর্তার ঠিকানা বা ফোন নাম্বার দেওয়া হয়নি।
এই খালটি তিনটি ইউনিয়নের কৃষি কাজের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। ব্রিজ করবে বলে খালটিতে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দেয়। ফলে কৃষি কাজে ব্যাপক ক্ষয়ক্ষতি মুখোমুখি হয় স্থানীয় কৃষকরা। যা ইতোমধ্যে এখানকার স্থানীয় মানুষ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাদের জানালেও তারা কোন ব্যবস্থা গ্রহন করে নি।
পন্যবাহী যানবাহন চলাচল করতে না পাড়ায় কারণে,স্থানীয় ব্যবসায়ীদের মাঝেও চাপা ক্ষোভ বিরাজ করছে। যেকোনো পন্যের দাম বেড়ে যাচ্ছে শুধুমাত্র যাতায়াত জন্য।
সরকারের বরাদ্দ দেওয়ার পরও দীর্ঘদিন কেন ব্রিজটির কাজ এগুচ্ছে না! এমন প্রশ্ন স্থানীয়দের।
রানীগঞ্জ বাজার থেকে মুচিবাড়ীর দরজা হয়ে আলীমুদ্দিন বাংলা বাজার সংযোগ ব্রিজটির দ্রুত কাজ শেষ করার জন্য স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি’র কাছে অনুরোধ জানায় স্থানীয়রা।
বোরহানউদ্দিন উপজেলা এলজিডি অফিসের কর্মকর্তাদের বক্তব্য জানতে, বোরহানউদ্দিন উপজেলা এলজিডি অফিসে গেলেও, বোরহানউদ্দিন উপজেলা এলজিডি প্রকৌশলীর দরজায় তালা লাগানো দেখা যায়।
তবে,খোঁজ নিয়ে জানাযায়; বোরহানউদ্দিন উপজেলা এলজিডি প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম নিজেও অফিস করেন না।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
এলজিইডি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাৎ – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
পটুয়াখালী’র নির্বাহী প্রকৌশলীর ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাত; দুদকের অভিযান