পটুয়াখালী’র নির্বাহী প্রকৌশলীর ভুয়া প্রকল্প দেখিয়ে
অর্থ আত্মসাত;দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ পটুয়াখালীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে আজ
(২৫ আগষ্ট২০২২) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
আজকের এনফোর্সমেন্ট টিম পটুয়াখালীর সদর উপজেলার জেলখানা সংলগ্ন ব্রিজ, পলিটেকনিক ইনস্টিটিউট ব্রিজ, সোনালী বাজার সংলগ্ন স্লুইস গেট ব্রিজ, উপজেলা পরিষদের সামনে ৮১ মিটার ব্রিজ, পায়রা কুল রোডের ৪৫ মিটার ব্রিজ ও অন্যান্য প্রকল্প সমূহ সরেজমিন পরিদর্শন করে।
পরিদর্শন কালে ব্রিজ সমূহ প্রতিটি আরসিসি গার্ডার ব্রিজ যার অধিকাংশই কাজ চলমান রয়েছে মর্মে দেখা যায়। প্রতিটি ব্রিজের কাজ পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট রেকর্ড পত্রের সাথে প্রকল্পের বাস্তব অবস্থা পর্যালোচনার জন্য এলজিইডির প্রকৌশলীসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিল।
সেই প্রকল্পসমূহের কাজগুলো চলমান থাকলেও প্রকল্পের কাজে ধীরগতি ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের বিভিন্ন অভিযোগ স্থানীয় জনগণের রয়েছে।
অভিযোগে উল্লিখিত প্রকল্প সমূহের মধ্যে পটুয়াখালী সদর উপজেলার প্রকল্প সমূহ টিম পরিদর্শন করেছে।
প্রকল্পের নাম, অবস্থান ও এদের অস্তিত্বের সঠিকতা নিরূপণের জন্য সরেজমিনে প্রাপ্ত তথ্য ও এলজিইডি, পটুয়াখালী হতে সংগৃহীত প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।