উত্তরা ব্যাংক লিঃ এর সাবেক ম্যানেজার সহ ৫জনের বিরুদ্ধে দুদকের মামলা

Picsart_22-05-11_12-39-06-950.jpg

উত্তরা ব্যাংক লিঃ এর সাবেক ম্যানেজার সহ ৫জনের বিরুদ্ধে দুদকের মামলা

সাগর চৌধুরীঃ দুদক প্রধান কার্যালয় থেকে একটি মামলার অনুমোদন করেছে।

আসামীরা হলেন, (১) খন্দকার মো: আব্দুল আলীম (৫২), প্রোঃ মেসার্স ফেমাস ফর্নিশিং, ১১৮/২, ডক্টর কুদরত-ই-খুদা রোড, নিউমার্কেট, ঢাকা;

(২) শহীদ হাসান সিদ্দিকী (৫৩), সিনিয়র প্রিন্সিপাল অফিসার, সাবেক ম্যানেজার, উত্তরা ব্যাংক লিঃ, ফকিরাপুল শাখা, ঢাকা, বর্তমানে ক্রেডিট মনিটরিং ডিপার্টমেন্ট, প্রধান কার্যালয়, ঢাকা;

(৩) মোঃ মিজানুল হক (৪২) (সিনিয়র অফিসার), সাবেক রিলেশনশীপ ম্যানেজার, উত্তরা ব্যাংক লিঃ, ফকিরাপুল শাখা, ঢাকা, বর্তমানে ব্রাঞ্চেস অপারেশন ডিপার্টমেন্ট, প্রধান কার্যালয়, ঢাকা;

(৪) শেখ হুমায়ন কবির (শাওন) (আমমোক্তার গ্রহীতা),

(৫) মো: বেলায়েত হোসেন (বাহার), সার্ভেয়ার, ক্রিসেন্ট সার্ভে এণ্ড ইন্সপেকশন, ২৯০/এ, আমানউল্লাহ সুপার মার্কেট (২য় তলা), রুম নং ১২২, খিলগাঁও, রেলগেইট, ঢাকা-১২১৯।

আসামীদের বিরুদ্ধে পরস্পর যোগসাজসে জাল-জালিয়াতি, প্রতারণা, অপরাধমূলক অসদাচরণ ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে উত্তরা ব্যাংক লিঃ, ফকিরাপুল শাখা, ঢাকা হতে ভূয়া কাগজপত্র দেখিয়ে ৯০,০০,০০০/- টাকা ঋণ গ্রহণ করত: আত্মসাত করার অপরাধে দণ্ডবিধি ৪০৯, ৪২০, ৪৬৫, ৪৬৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন এর প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাফিজুল ইসলাম বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ আজ (২৫আগষ্ট২০২২) একটি মামলা দায়ের করেন। মামলা- ১৪।

তদন্তকালে নতুন কোন তথ্য বা অন্য কোন ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা সন্নিবেশিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top