হাট ও বাজার আইন ২০২৩ – জমি দখলে পাঁচ লাখ টাকা জরিমানা ও এক বছর কারাদন্ডের বিধান

Picsart_23-01-09_11-00-36-825.jpg

হাট ও বাজার আইন ২০২৩ – পাঁচ লাখ টাকা জরিমানা ও এক বছর কারাদন্ড

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় সংসদে আজ ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩’ বিল উত্থাপন করা হয়েছে।

হাট ও বাজার (স্থাপন ও অধিগ্রহণ) অধ্যাদেশ, ১৯৫৯ সংশোধন ও পরিমার্জন করে এই নতুন আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। ১৯৫৯ সালের হাট-বাজার অধ্যাদেশে কোনও শাস্তির বিধান ছিল না।

হাট-বাজারের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এক বছরের কারাদন্ডের বিধান রেখে জাতীয় সংসদে আজ বিলটি উঠানো হয়েছে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিলটি উত্থাপন করলে তা পরীক্ষা করে প্রতিবেদন দিতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।

নতুন আইনে বলা হয়, হাট-বাজারের সরকারি খাস জমি কেউ অবৈধভাবে দখলে রাখলে বা উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া হাট-বাজারের খাস জমির ওপর কোনও অবৈধ স্থাপনা নির্মাণ করলে বা নির্মাণের উদ্যোগ নিলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা এক বছর কারাদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top