পক্ষিয়া ইউনিয়নের বৈদ্য বাড়িতে ঘর তোলা নিয়ে বিবাদ – থানায় অভিযোগ

Picsart_22-12-27_21-55-34-607.jpg

পক্ষিয়া ইউনিয়নের বৈদ্য বাড়িতে জমিজমা নিয়ে বিবাদ – থানায় অভিযোগ

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের পক্ষিয়া বাজার সংলগ্ন বৈদ্য বাড়ীতে, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির হয়।

একপর্যায়ে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মাঝে কথা-কাটাকাটি হয়। বৈদ্য বাড়ির বৃদ্ধ নারায়ণ চন্দ্র বৈদ্যে, গৌরাঙ্গ বৈদ্য ও গোপাল বৈদ্য সারে ১২ শতাংশ জমির মালিক কিন্তু হরিপদ বৈদ্য একাই অবৈধভাবে জোর জবরদস্তি করে দখল করে বসে আছে। হরিপদ বৈদ্য ঘর তৈরী করতে গেলে, অপরপক্ষ বাধা দিলে গৌরাঙ্গ বৈদ্যকে হরিপদ বৈদ্য ধাক্কা দেয়, তখনই গৌরাঙ্গ বৈদ্যের ছেলে শুভ বৈদ্য তার বাবাকে ধরতে গেলে পূর্নীরানী বৈদ্য, হরিপদ বৈদ্য ইট দিয়ে শুভ বৈদ্য পিটে আঘাত করে। ইটের আঘাতে গৌরাঙ্গ বৈদ্য এবং শুভ বৈদ্য মাটিতে পরে যায় এবং শরিরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হলে, তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিরত চিকিৎসক রাহা বলেন, শুভ বৈদ্য সহ আরও একজন ভর্তী আছেন হাসপাতালে। আঘাত গুরুতর নয়।

বিষয়টি সম্পর্কে শিক্ষক বাঞ্চারাম বৈদ্য বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। শুনেছি জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। আমার ভাইকে মোরধোর করেছে, সে এখন হাসপাতালে।

আজকের ঘটনা সম্পর্কে জানতে, পূর্নীরানী বৈদ্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা হাসপাতালে। আমার স্বামী (হরিপদ বৈদ্য) হাসপাতালে।

বোরহানউদ্দিন থানার দুই পুলিশ সদস্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং আহতদের স্বাস্থ্যগত খোঁজ খবর নেন। তবে পুলিশ সদস্যের কাছে বক্তব্য জানতে চাইলে বলেন, তদন্ত শেষ না করে বলা দুরূহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top