শামসুল আরেফীন ভোলা কোর্টের পুলিশ পরিদর্শক হিসাবে জয়েন করেছেন

Picsart_22-10-20_12-37-44-423-scaled.jpg

শামসুল আরেফীন ভোলা কোর্টের পুলিশ পরিদর্শক হিসাবে জয়েন করেছেন

জেলা প্রতিনিধিঃ ভোলা জেলা কোর্টের পরিদর্শক হিসাবে জয়েন করেছেন মোঃ শামসুল আরেফীন। এর আগে তিনি ভোলা পুলিশ লাইনের ROI রির্জাভ অফিস ছিলেন।

মোঃ শামসুল আরেফীন বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসাবে যোগদান করেন ১৯মে ১৯৮৪ সালে। ০১আগষ্ট১৯৯২ সালে তিনি পদোন্নতি পেয়ে এএসআই হন। সফলভাবে তিনি দায়িত্ব পালন করে এসআই পদে ২৮মে ২০০০সালে পদোন্নতি পান।

বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ের এই কর্মকর্তা নানা পরিক্ষায় তিনি তার সফলতার সাক্ষর রেখেছেন।

মোঃ শামসুল আরেফীন ২৪মে ২০১২ সালে পুলিশ পরিদর্শক হিসাবে পদোন্নতি পান।

২০০৯ সালে জাতী সংঘ শান্তি মিশনে প্রায় দুই বছর সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি জাতিসংঘের মিশন পদক প্রাপ্ত একজন চৌকস কর্মকর্তা।

বাংলাদেশ পুলিশের চৌকস কর্মকর্তা মোঃ শামসুল আরেফীনের গ্রামের বাড়ী বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা চাখার গ্রামে।

কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ের দক্ষ ও প্রশিক্ষিত সদস্য হিসাবে সফলতার সাক্ষর রাখেন।

ব্যাক্তি জীবনে বিবাহিত। দুই কন্যা সন্তানের জনক।

এর আগে ভোলা জেলা কোর্টের পরিদর্শক হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন,পুলিশ পরিদর্শক রবীন্দ্রনাথ বিশ্বাস। বর্তমানে তিনি ভোলা সদর সার্কেল অফিসে যোগাদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top