কামরাঙ্গীরচরে সাংবাদিকের ওপর হামলায় – দুই চিকিৎসকসহ চারজন রিমান্ডে
আদালত প্রতিবেদকঃ রাজধানীর কামরাঙ্গীরচরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় করা মামলায় চারজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন ডা. এইচএম উসমানী, মো. আবুল হাসনাত সুমন, মো. রাসেল হাওলাদার ও ডা. ডি এম এ আবু জাহিদ।
আজ বুধবার (১০ আগস্ট২০২২) চার আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ মোস্তফা আনোয়ার। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দা তাদের জামিন নামঞ্জুর করে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (৯ আগস্ট) চিকিৎসা ব্যবস্থায় অব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিসবাহ ও ক্যামেরা পারসন সাজু মিয়ার ওপর এ হামলা হয়।
‘কামরাঙ্গীরচরে এসপিএ ক্লিনিকে একজন ভুয়া চিকিৎসক বসেন’-এমন তথ্যের ভিত্তিতে তারা সেখানে যান এবং ক্লিনিকটির মালিক উসমানীর সাক্ষাৎকার নিতে শুরু করেন। এর একপর্যায়ে ১৫ থেকে ২০ জন লোক ডেকে তাদের ওপর হামলা শুরু করে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিসবাহ একটি মামলা করেন।