ও আকাশ – শাহানা সিরাজী
চারপাশে দেয়াল তুলে
আকাশ দেখতে চাই
আকাশ কী আর দেয়াল ফুঁড়ে
আসে নেমে, কেমনে ধরি !
মনের ভেতর আকাশ গড়ে
আকাশ দেখে যাই
আমার আকাশ নীলজোছনায় ঢাকা
আমার আকাশ ভিন্ন চাঁদে আঁকা
আমার আকাশ মেঘশূন্য তারায় তারায় ভরা
এ আকাশে ডিগবাজি খায় নিটোল প্রেমের ধারা
এ আকাশে জ্বলে ওঠে ধুমকেতু এক পারা
এ আকাশে ফাগুন যেন সারাবেলা হাসে
এ আকাশে বৃষ্টি যেন যুথবদ্ধ নাচে
চোখের ভেতর আরেক চোখের অগ্নি স্পর্শে
কোষে কোষে মৃদু গুঞ্জন বিরল হরষে
মুঠো মুঠো সময় গিলে আকাশ ওঠে হেসে
চারদেয়ালের নিষ্ঠুরতায় যাই যে চলে ভেসে।
ও আকাশ,
দেয়াল ভেঙে বেরিয়ে এসো মুক্ত আলোতে
মনের মুক্তি ছড়াক ঘ্রাণ নতুন কোরকে….
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ পিটিআই মুন্সীগঞ্জ।
কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।