পারিবারিক কবরস্থানকে গনকবর দেখিয়ে সরকারে দুই লক্ষটাকা আত্মসাৎ করেছেন। যেখানে এই নাম ফলক ছাড়া আর কোন কাজই হয়নি।
উপজেলা প্রতিনিধিঃ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৫ নং সিরাজপুর ইউনিয়নের সিরাজী বাড়ির দরজায় বিশাল একটি পুকুর।
এই পুকুরের উত্তর,দক্ষিণ ও পূর্ব পাড়ে পারিবারিক কবরস্থান। এই পুকুরের অংশীজনদের পারিবারিক গোরস্থান এটি।
কিন্তু এন এস আই সদস্য মো. ওয়াসিম ইমাম পিতা:আবু তাহের মো. আব্দুস শুক্কুর। সিরাজী বাড়ি তার বাবার নানার বাড়ি।
সরকারি দুই লক্ষ টাকা মেরে দিয়ে উক্ত কবরস্থানের সামনে গণকবর নামে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে ঘোরতর অন্যায় করেছে৷
এ অন্যায়ে সহযোগিতা করেছে. ১ মো. শাহ আলম। পিতা : মৃত মো. নুরুল ইসলাম
২. মো. বেলাল পিতা মৃত লোকমান। উল্লেখ্য তারা দুই জনেরও নানার বাড়ি সিরাজী বাড়ি।
জনগণের ট্যাক্সের টাকা গণকবরের নামে অন্যের পারিবারিক গোরস্থান দখল করায় জনগণ জানতে চায় একটি মানুষের মনুষ্যত্ব কত নিচে নামলে এহেন হীন কাজ করতে পারে?
প্রশাসন তাহলে কী কাজ করেছে?
সিরাজী বাড়ির গোরস্তানের মালিক এর বিহীত ব্যবস্থা দেখতে চায়।
এন এস আই এর সদস্য ওয়াসইম ইমামের সরকারি টাকা লোপাটের বিচার চায়!
সরকারের অর্থ আত্মসাৎ ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জমি দখল, মিথ্যা মামলা দিয়ে স্থানীয়দেরকে হয়রানী করা সহ মানুষকে হত্যার হুমকি দিচ্ছেন, এন এস আই এর সদস্য ওয়াসইম ইমাম।
তবে, বিষয়ে জানতে জেলা পরিষদের প্রশাসকের মুঠোফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেন নি।