সময় – শাহানা সিরাজী
সময় এক নিরুপদ্রব নিঃশব্দ যাত্রী
কেড়ে নেয় সমস্ত দিনের বৈভব
পথে পথে উড়িয়ে নেয় পাতার আয়ু
ক্ষণে ক্ষণে ক্ষয়ে যায় কোষ
সময় পার্শ্বপ্রতিক্রিয়াহীন এক মহৌষধ
ধীরে ধীর ভুলিয়ে দেয় শোক-তাপ-দুঃখ-ক্ষত কিংবা আনন্দ!
মানুষের বাঁচার শক্তি বাড়িয়ে দেয়
সময়কে তাই দুহাতে জড়িয়ে ধরি
চলতি পথে যদি পাই কিঞ্চিৎ হীরে মুক্তো জহরত
যাবরকাটা দিনের খোরাক…
সময়ের রেখে যাওয়া পল্লীতে ফুল আর প্রজাপতি
ইতিহাস রচে
ধাবমান পথে যুক্ত -বিযুক্ত শাখায় নতুন কুঁড়ি নতুন পথের নির্দেশ করে
নতুন সঞ্চয়ে নতুন মাত্রায় যে তুলির আঁচড় দাও
তাতেই মূর্ত হই নতুন প্রেক্ষাপটে
প্রিয়তম যুবক, মার্ক টোয়েনের স্যাটায়ার নয় বরং বাস্তবতা
এখানে বাঁচতে হলে নিরলস যুদ্ধের প্রয়োজন
যুদ্ধাস্ত্র ধারালো না হলে
মানুষের জিহবা থেকে রক্ষা পাওয়া কঠিন!
যদি চাও,কিছুক্ষণের জন্য থামিয়ে দিই
সময়পথের দৈর্ঘ
নির্মাণ করি পাথুরে সমাধি
যার গায়ে খোদিত হবে
ক্ষুধা-জরা- দুঃখহীন
এক সুষম সময়ের চিত্র
শুধুই তুমি
শুধুই আমি
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ, পিটিআই মুন্সীগঞ্জ।
কবি প্রাবন্ধিক ও কথাসাহিত্য।