আমন্ত্রণ
মোঃ আঃ কুদদূস
চলো বন্ধু ঘুরে আসি আমাদের গাঁয়ে
আকাশ ও মাটি যেথা এক হয়ে যায়।
পথের বাঁকে বাঁকে তার শীতল ছায়
রাস্তার ধারে মাধবী লতা দোল খায়।
সহজ সরল প্রাণ সদা ধরা দেয়
শত অভাবেও যারা হেসে কুটি হয়।
তুমি যদি যাও দেখো কত শত ফুল
পথপ্রান্তে ফুটে থাকে; বানায় ব্যাকুল।
বাহারী রংয়ের ফুলে গেঁথে বহু মালা
নিজ হাতে মালায় ভরব তব গলা।
বাঁকা পথের দুপাশে সবুজ গালিচা
প্রতিটি বাড়ির পিছে সুন্দর বাগিচা।
তুমি ভয় পেও না ঐ মহিষের পাল
বাঁকা শিংয়ের পালে থাকে এক রাখাল।
বাড়িতে ডুকলে কুকুরের ঘেউঘেউ
ছেলেমেয়েরা ইহাদের মানে না কেউ।
তবু সাবধানে পা ফেল হেথায় তুমি
আমাদের গাঁ কুকরি মুকরির ভূমি।
তোমাকে পেলে পাড়ার সবে হবে খুশি
তোমায় নিয়ে ঘুরে বেড়াবো দিবা নিশি।
সুযোগ পেলে দীঘিতে ফেলব বড়শি
মাছ পাইলে কুটে নিব পাড়া পড়শি।
আগুনে পুড়ে খাব মোরা শিমের বিচি
হাত না পুড়লেও বলবো মিছামিছি।
হেটে বেড়াব কাদা মাটির পথ ধরে
দেখো, জোঁকে যেন রক্ত না খাইতে পারে।
এই গাঁয়ের পথ উঁচু নিচু বন্ধুর
হাটার সময়ে চোখ রেখো কাছে দূর।
মনের ভুলেও সাপে দিও নাকো তাড়া
তাহলে আশীবিষ করবে গ্রাম ছাড়া।
একবার গেলে বারবার যাবে তুমি
স্নেহে ভরা ছায়ার এই মায়াবী ভূমি
মায়া মমতার এ গ্রাম মোদের গর্ব
বারো মাসে সব মিলে করে তের পর্ব
কী যে শান্তি গাঁয়ের হিমেল হাওয়ায়
চলো বন্ধু ঘুরে আসি আমাদের গাঁয়ে।