ডিপিডিসি’তে শুদ্ধাচার পুরস্কার প্রদান
সাগর চৌধুরীঃ জাতীয় শুদ্ধাচার কর্ম-কৌশল পরিকল্পনার আওতায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ২০২০-২১ অর্থবছরের ‘শুদ্ধাচার পুরস্কার’ প্রদান করেছে।
আজ রবিবার বিদ্যুৎ ভবনে অবস্থিত ডিপিডিসি’র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান।
দাপ্তরিক কর্মকান্ড ও দ্বায়িত্ব পালনের ক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ কর্মকর্তা ক্যাটাগরিতে ২০২০-২১ অর্থবছরে নির্বাহী প্রকৌশলী আ. ন. ম নাজমুল হক, এবং কর্মচারী ক্যাটাগরিতে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর মো: আলম হোসেন পুরস্কার লাভ করেন।
ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান তাঁর বক্তব্যে শুদ্ধাচার চর্চার উপর গুরুত্বারোপ করেন। তিনি তাঁর বক্তব্যে শুদ্ধাচার চর্চায় সকল অংশীজনদের অংশগ্রহণে সভা আয়োজন এবং তাঁদের মতামত গ্রহণের মাধ্যমে সেবার মান উন্নয়নের পরামর্শ প্রদান করেন।
পুরস্কার প্রাপ্তদেরকে প্রণোদনা হিসেবে সনদপত্র ও একমাসের মূল বেতনের সমপরিমান অর্থ প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিপিডিসি’র নির্বাহী পরিচালকগণ, কোম্পানি সচিব, মহাব্যবস্থাপক-সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিপিডিসি’র সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে যোগদান করেন।