দৌলতখানে আইন অমান্য করে চলছে ইলিশ ধরা ও বিক্রি; চরগেড়া জালে সয়লাব
জেলা প্রতিনিধিঃ দৌলতখান উপজেলার মেঘনা নদীর মাঝখানের চরে জালগেড়া দিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করছে অপরাধীরা। নদীর তীর থেকে সেই চিত্র তুলে ধরতে গেলে কতিপয় অবৈধ মাছ শিকারীরা গণমাধ্যম কর্মীদের সাথে খারাপ আচরন করে।
নদীর চরের চারপাশের জালদিয়ে বেড় দিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করার ফলে,সরকারের আইন অমান্য কারীরা কোটি কোটি মূল্যবান মাছ মারছে,যা মৎস্য আইনের পরিপন্থী এবং দেশের মৎস্য আইনের আওতায় জেল ও জরিমানার বিধান রয়েছে।
এদিকে, দৌলতখান উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বসছে ইলিশ মাছ কেনা বেচার বাজার। উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব বাজার নিয়ন্ত্রণ করছে কতিপয় অবৈধ অর্থলিপ্সুরা। তবে স্থানীয় অনেকেই অভিযোগ করেছেন,প্রশাসন দেখেও না দেখার ভান করছে। লোক দেখানো কিছু অভিযান করলেও, দেশের মৎস্য সম্পদ রক্ষায় তেমন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন।
এদিকে, দৌলতখান উপজেলার মেঘনা নদীতে সরকারি আইন অমান্য করে ইলিশ নিধন করছে অপরাধীরা। যা দন্ডনীয় অপরাধ। জেল ও জরিমানা দুটোই হতে পারে।
চলমান সময়ে সরকার ইলিশ ধরা নিষিদ্ধ করেছে দৌলতখান উপজেলার মেঘনা নদীতে। কিন্তু সরকারের আইন অমান্য করে ইলিশ নিধন ও বিক্রি করছে অপরাধীরা।
ভোলা জেলা প্রশাসন, দৌলতখান উপজেলা প্রশাসন, নৌ পুলিশ, মৎস্য বিভাগ দেখেও না দেখার ভান করছে, অভিযোগ স্থানীয়দের।