নারী দিবসের গান – শাহানা সিরাজী
একটা পুরুষ দিবস দাও
একটা পুরুষ দিবস দাও
চোখের জলে ভাসাবো
স্বপ্ন সুখের নাও
একটা পুরুষ দিবস দাও…
জারি গানে সারি গানে
বলবো মনের কথা
এতো প্রেম এতো মায়া
হারিয়ে যায় কোথা
যৌতুকের দায় নারীর জীবন কেন তোমরা খাও
একটা পুরুষ দিবস দাও
নারী ভোগ্য নারী পণ্য
আবার নারী তোমার মা
এই নারীকে বিষ দিয়ে
মেরে যেও না
হরহামেশা নারীর বুক ছিঁড়ে কেন যাও
একটা পুরুষ দিবস দাও
তবুও নারী ভালোবাসে তোমায়
তোমায় ছাড়া নারীর বাঁচা বড় দায়
তোমায় নিয়ে স্বপ্ন দেখে সাজায় সুখের ঘর
সেই নারীকে আবার করো এতো কেন পর
নারী তোমরা জেগে ওঠো মানুষ হয়ে যাও
একটা পুরুষ দিবস দাও..
পথের কাঁটা তুলে নারী আঁচল পেতে দেয়
ধোঁয়াওঠা ভাত তোমায় কে খেতে দেয়
কোমল হাতে ক্লান্তির ঘাম কে মুছে দেয়
দরজা খুলে সারাক্ষণ কে বসে থাকে
সেই নারীকে কেন এতো দুঃখ তোমরা দাও
একটা পুরুষ দিবস দাও……
নারী-পুরুষ আলাদা
একা চলতে পারে কে
একে যদি অন্যের হয়
সুখ ঠেকায় কে
নারী পুরুষ মিলেমিশে এক হয়ে যাও
একটা পুরুষ দিবস দাও….
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ
পিটিআই মুন্সীগঞ্জ
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।